IPL 2022: ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে দলে টানল কেকেআর (ছবি-কেকেআর টুইটার)
কলকাতা: আইপিএল-১৫ (IPL 15)-তে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে, টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে (Bharat Arun)। আজ, শুক্রবার কেকেআরের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাইটদের পক্ষ থেকে ভরত অরুণের এক ছবি পোস্ট করে লেখা হয়েছে, “তোমাদের সঙ্গে আমাদের নতুন বোলিং কোচের পরিচয় করাতে পেরে আমরা আনন্দিত। নাইট রাইডার্স পরিবারে ভরত অরুণ আপনাকে স্বাগত।”
? ???????????? ?
We are delighted to introduce you to our new bowling coach! Welcome to the Knight Riders family, Bharat Arun ??#KKR #AmiKKR #IPL2022 #BharatArun pic.twitter.com/MpAXJMa67C
— KolkataKnightRiders (@KKRiders) January 14, 2022
এ বারের রিটেনশনে কেকেআর ধরে রেখেছে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে।
কত টাকায় কোন প্লেয়ারকে রিটেইন করেছে কেকেআর?
১. আন্দ্রে রাসেল – ১২ কোটি
২. বরুণ চক্রবর্তী – ৮ কোটি
৩. ভেঙ্কটেশ আইয়ার – ৮ কোটি
৪. সুনীল নারিন – ৬ কোটি।
মেগা নিলামে প্লেয়ার কেনার জন্য কেকেআরের কাছে এখন রয়েছে ৪৮ কোটি টাকা।
বিস্তারিত আসছে….