গৌতম ভট্টাচার্য: বহির্বিশ্বকে হতচকিত করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানানোর প্রায় ২০ ঘণ্টা আগেই বিরাট কোহলি নিজের টিমকে জানিয়ে দেন যে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। কেপ টাউনে ম্যাচ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে বিধ্বস্ত এবং উত্তেজিত ড্রেসিং রুমে হঠাতই রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি এসে বলেন যে, তাঁদের কিছু বলার আছে। সেখানেই বিরাট বলেন যে,”আমি অধিনায়কত্ব ছেড়ে দিতে চাই।” রাহুল দ্রাবিড়ও বলেন যে, “বিরাট চলে যাচ্ছে। ও গত সাত বছরে অসামান্য অধিনায়কত্ব করেছে। এই সাত বছরের দেখা বিরাটকে নিয়ে তোমাদের যা বলার আছে, তোমরা বলো।”
কেপ টাউনে হারের ধাক্কা সামলে ওঠার আগেই বিরাটের এই সিদ্ধান্তের ধাক্কা হতচকিত করে দেয় টিম ইন্ডিয়ার তারকাদের। লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা আশ্চর্য হয়ে যান অধিনায়কের সিদ্ধান্তে। এক এক করে সকলেই বিরাট সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলেন। তবে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, তাঁরা বাইরে কোহলির এই সিদ্ধান্তের কথা কাউকে জানাতে পারবেন না। বিরাট নিজেই বহির্বিশ্বকে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। ক্রিকেটাররাও সকলে মন্ত্রমুগ্ধির শপথ নেন।
[আরও পড়ুন: অভিমান! সীমিত ওভারের পর এবার টেস্টেও অধিনায়কত্ব ছাড়লেন কোহলি]
ঠিক ২০ ঘণ্টা পরে শনিবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় কোহলি জানিয়ে দেন, ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর সময় শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন,”সাত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, প্রবল জেদ দেখিয়ে টিমকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়েছি আমি। নিজের কাজটা সৎ ভাবে করেছি, কোনও ফাঁক না রেখে। কিন্তু সব কিছুরই একটা শেষ থাকে। আমার মতে, ভারতের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।” টিম ইন্ডিয়ার অন্যতম সফল টেস্ট অধিনায়ক বলছেন, “এই সাত বছরের সফরে প্রচুর চড়াই-উতরাই এসেছে। কিন্তু কখনও নিজের উপর বিশ্বাস হারাইনি। যা করেছি, সব সময় নিজের একশো কুড়ি শতাংশ দিয়েছি। আর সেটা না করতে পারলে, সেই কাজ করার কোনও অধিকার আমার নেই। নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও সংশয় নেই আমার। নিজের টিমের প্রতি অসৎ হতে আমি পারব না। “
[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার পরও কি সুযোগ পাবেন রাহানে-পূজারা? কী বলছেন কোহলি?]
দীর্ঘ সাত বছর তাঁকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। ধন্যবাদ জানিয়েছেন তাঁর সতীর্থদেরও। বিশেষ করে উল্লেখ করেছেন মহেন্দ্র সিং ধোনির কথা। কোহলির কথা অনুযায়ী,”আরও একজনকে বড়সড় ধন্যবাদ দেব। এমএস ধোনিকে। যে কি না আমার অধিনায়কত্বের উপর বিশ্বাস করেছিল এবং মনে করেছিল ভারতীয় ক্রিকেটকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। “
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ