India Open 2022: লক্ষ্যর লক্ষ্যভেদ, একই দিনে জোড়া সোনা ভারতের


ভারতীয় ব্যাডমিন্টন।
ছবি: BAI মিডিয়া

নয়াদিল্লি: ভারতীয় ব্যাডমিন্টনে সোনায় সোহাগা। একই দিনে জোড়া সোনা ভারতীয় ব্যাডমিন্টনে (Badminton)। ইন্ডিয়া ওপেনে (India Open) লক্ষ্যভেদ লক্ষ্যর। ফাইনালে লো কিন ইউকে। মালয়েশিয়ার শাটলারকে স্ট্রেট গেমে উড়িয়ে চ্যাম্পিয়ন লক্ষ্য সেন (Lakshya Sen)। খেলার ফল ২৪-২২, ২১-১৭। প্রথম গেম ডিউস হওয়ার পর শেষে বাজিমাত লক্ষ্যর। দ্বিতীয় গেমে দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে খেতাব মুঠোয় করে নেন ২০ বছরের ভারতীয় শাটলার। গত বছর ডাচ ওপেনের ফাইনালে মালয়েশিয়ার এই শাটলারের কাছেই হেরে যান লক্ষ্য। এ বার দেশের মাঠে বিশ্বের প্রাক্তন এক নম্বরের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন তিনি। আজকের ম্যাচের আগে মুখোমুখি সাক্ষাতকারে ২-২ ফল ছিল। আজকের পর আবার এগিয়ে গেলেন লক্ষ্য সেন। কোর্টের বাইরে দু’জনের মধ্যে বিশাল বন্ধুত্ব। দুবাইয়ে একসঙ্গে অনুশীলনও করেন লক্ষ্য আর লো।

লক্ষ্য সেন জেতার আগে পুরুষদের ডাবলসেও সোনা জেতে ভারত। তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন মহম্মদ আহসান-হেন্দ্র সেতিয়াওয়ান জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জয় সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠী জুটির। ২ বছর আগে থাইল্যন্ডে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন সাত্বিক-চিরাগ জুটি। ফাইনালে ইন্দোনেশিয়ার জুটিকে হারাতে সময় নিলেন ৪৩ মিনিট। ইন্দোনেশিয়ার এই প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাত্‍কারে ১-৩ পিছিয়ে ছিলেন সাত্বিক-চিরাগ জুটি। তবে আজ দুরন্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হন তাঁরা।

৬ বছর আগে শেষ বার ব্যাডমিন্টনে একই দিনে জোড়া সোনা জেতে ভারত। সে বারও ইন্ডিয়া ওপেনে ব্যক্তিগত ইভেন্টে একই দিনে চ্যাম্পিয়ন হন কিদাম্বি শ্রীকান্ত আর সাইনা নেহওয়াল।

আরও পড়ুন: Ashes 2021-22: হোবার্টেও রুটদের দুরমুশ করে ৪-০ সিরিজ জয় অস্ট্রেলিয়ার



Leave a Reply