সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, ঋষভ পন্থ, ইশান কিষান, শুভমন গিল। এমন বহু তারকার জন্ম হয়েছে এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U-19 World Cup)। সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই নতুন তারকার খোঁজ শুরু ভারতের। স্বপ্ন দেখাচ্ছেন যশ ধূল, বিকি অস্তওয়ালরা। ধূলের দায়িত্ববান ব্যাটিং এবং অস্তওয়ালের সুইং টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় জয় এনে দিল ভারতকে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৪৫ রানে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U-19 Team)।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। মাত্র ১১ রানেই দুই উইকেট হারায় টিম ইন্ডিয়া। তখনই ভারতের ইনিংসের হাল ধরেন অধিনায়ক যশ ধূল (Yash Dhul)। দায়িত্ব নিয়ে দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন তিনি। ধূলের ৮২ রানের ইনিংসে ভর করেই ভারত পৌঁছে যায় ২৩২ রানে। শাইক রশিদ (৩১), নিশান্ত সিন্ধু (২৭) এবং কৌশল তাম্বেরাও (৩৫) ভাল ইনিংস খেলেন। ভারতের ইনিংস শেষ হয় ২৩২ রানে। তবে ধূল যে দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছেন, তাতে তাঁর মধ্যে অনেকেই আগামী দিনের তারকা হওয়ার রসদ দেখতে পাচ্ছেন।
India skipper Yash Dhull made a solid 82 before South Africa bowled India out for 232.
Which team are you backing? #INDvSA | #U19CWC | https://t.co/VkI0HMX1GG pic.twitter.com/9lzCMJxXY2
— ICC (@ICC) January 15, 2022
[আরও পড়ুন: রোহিত বা রাহুল নন, ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে এই তরুণ তুর্কিকেই পছন্দ গাভাসকরের]
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও একটা সময় ৩ উইকেটে ১৩৭ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর বাঁহাতি পেসার বিকি অস্তওয়াল এবং পেসার রাজ বাওয়ার গতিতে তছনছ হয়ে যায় প্রটিয়া ইনিংস। মাত্র ১৮৭ রানেই অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিকি অস্তওয়াল একা পান ৫টি উইকেট। রাজ বাওয়ার শিকার হন ৪ প্রোটিয়া ব্যাটার।
[আরও পড়ুন: বিরাটের ইস্তফা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন সম্ভাব্য উত্তরসূরি রোহিত, কী বললেন হিটম্যান?]
প্রথম ম্যাচে বিরাট জয়ের ফলে আপাতত নিজেদের গ্রুপের শীর্ষস্থানে রয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১৯ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ধূলের ভারত। আগামী ২২ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের বিরাট জয়ের ফলে ভারতের পরের রাউন্ডে খেলাটা মোটামুটি নিশ্চিত। যেভাবে টিম ইন্ডিয়া শুরু করেছে তাতে এবারের টুর্নামেন্টেও ভাল কিছুর স্বপ্ন দেখতেই পারেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
: A winning start to India U19’s World Cup campaign as they beat SA U19 by 45 runs.
Vicky Ostwal takes – while Raj Bawa takes 4-47
Details – https://t.co/WTnMdNWmzS#U19CWC #BoysInBlue #INDvSA pic.twitter.com/1dovovzbVU
— BCCI (@BCCI) January 15, 2022
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ