ইগো সরিয়ে রেখে কোনও জুনিয়র ক্যাপ্টেন্সিতে খেলুক বিরাট, বলছেন কপিল (ছবি-টুইটার)
মুম্বই: সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো সিনিয়র তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছিলেন। এমনকি তিনিও কৃষ্ণমাচারি শ্রীকান্ত (K Srikant), মহম্মদ আজহারউদ্দিনের (Md. Azharuddin) নেতৃত্বে খেলেছিলেন। ক্যাপ্টেন যেই হোন না কেন, ক্রিকেটার হিসেবে খেলতেই হত তাঁকে। বিরাট কোহলিও তাই করা উচিত। এমনই মনে করছেন কপিল দেব (Kapil Dev)।
১৯৮৩ সালে কপিলের নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল ভারত। সানিও ওই বিশ্বকাপে তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছিলেন। কপিল বলছেন, ‘এমনকি, সুনীল গাভাসকর আমার ক্যাপ্টেন্সিতে খেলেছিল। আমি শ্রীকান্ত, আজহারের নেতৃত্বে খেলেছি। আমার কোনও ইগো ছিল না। বিরাটেরও উচিত ওর ইগো সরিয়ে রেখে তরুণ কোনও ক্রিকেটারের ক্যাপ্টেন্সিতে খেলা। এটা ওকে তো বটেই, ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে। আমার তো মনে হয়, বিরাটের উচিত নতুন ক্যাপ্টেন, নতুন প্লেয়ারদের সাহায্য করা। একটা ব্যাপার নিয়ে কোনও দ্বিমত নেই, বিরাটের মতো ব্যাটসম্যানকে আমরা হারাতে পারি না।’
বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তিনি। কপিলের কথায়, ‘বিরাটের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওকে সাম্প্রতিক কালে মাঠে অনেক বেশি টেনশনে থাকতে দেখেছি। প্রচুর চাপের মধ্যে ছিল। ক্যাপ্টেন্সি ছেড়ে ও কিন্তু অনেক খোলা মনে খেলতে পারবে।’
২০১১ সালে টেস্ট ক্রিকেটে মাত্র ৫৩৬ রান করেছেন বিরাট। সেঞ্চুরি নেই দীর্ঘদিন তাঁর ব্যাটে। নেতৃত্ব যে প্রবল চাপ তৈরি করেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কপিলের যুক্তি, ‘ও পরিণত ছেলে। আমি নিশ্চিত, ও এই সিদ্ধান্তটা ভেবেচিন্তেই নিয়েছে। এমনও হতে পারে, বিরাট হয়তো আর অধিনায়কত্ব উপভোগ করছিল না। ওর সিদ্ধান্তকে কিন্তু আমাদের সমর্থন জানাতেই হবে।’
আরও পড়ুন: Virat Kohli: বিরাটের ছেড়ে যাওয়া আসনে পন্থকে চান গাভাসকর