রবার্ট লেওয়ানডস্কি।
ছবি: টুইটার
প্যারিস: মেসি (Lionel Messi), সালাহকে (Mohamed Salah) হারিয়ে ফিফা দ্য বেস্ট (FIFA The Best) রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। এই নিয়ে দু’বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন পোলিশ সুপারস্টার। ব্যালন ডি’ওরে লেওয়ানডস্কিকে হারিয়েই সেরার পুরস্কার জেতেন লিওনেল মেসি। কিন্তু ফিফার বর্ষসেরায় আর্জেন্টাইন সুপারস্টারকে টেক্কা লেওয়ানডস্কির। গত মরসুমে ক্লাব ফুটবলে দুরন্ত পারফর্ম করার ফলই পেলেন পোলিশ স্ট্রাইকার। ৩৩ বছরের লেওয়ানডস্কি গত বছর বুন্দেশলিগায় রেকর্ড গড়েন। ফিফার বর্ষসেরা হওয়ার পর লেওয়ানডস্কি বলেন, ‘আমি খুব খুশি এবং সম্মানিত। গর্ব বোধ করছি।’ মেয়েদের ফিফা দ্য বেস্ট আলেক্সিয়া পুতেয়াস। গত নভেম্বরে ব্যালন ডি’ওর পুরস্কারও জেতেন বার্সেলোনার এই ফুটবলার। জেনিফার হার্মোসো, সাম কেরকে টপকে ফিফার বর্ষসেরা পুরস্কার জেতেন আলেক্সিয়া পুতেয়াস। দ্য বেস্ট হওয়ার পর পুতেয়াস বলেন, ‘এই পুরস্কার দলের প্রত্যেকের জন্য। এই সম্মান আমাদের সবাইকে আরও উজ্জীবিত করবে।’
#RobertLewandowski ? #TheBest ?
One of #TheBest goalscorers of all time is now a two-time #TheBest FIFA Men’s Player winner ? ?
?? @lewy_official | @pzpn_pl pic.twitter.com/fRSZxhugYO
— FIFA World Cup (@FIFAWorldCup) January 17, 2022
ফিফা দ্য বেস্টের প্রথম তিনের লড়াই থেকে আগেই ছিটকে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আন্তর্জাতিক ফুটবলে অনন্য নজির গড়ায় সিআর সেভেনকে বিশেষ ভাবে সম্মানিত করল ফিফা। আলি দায়েরের ১০৯ গোলের রেকর্ড ভেঙেছেন রোনাল্ডো। ৩৬ বছরের পর্তুগিজ সুপারস্টার ১৮৪ ম্যাচে ১১৫ গোল করেছেন। তারই পুরস্কার দেওয়া হল রোনাল্ডোকে। ফিফার এই সম্মানে গর্বিত হন সিআর সেভেন। প্রায় ২০ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। সতীর্থদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি।
?✨ Cristiano Ronaldo is the recipient of #TheBest FIFA Special Award!
?? Legend. Winner. Goalscoring machine. @Cristiano. pic.twitter.com/ZnzGMJKCEk
— FIFA World Cup (@FIFAWorldCup) January 17, 2022
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেলেন এরিক লামেলা। এখন সেভিয়াতে খেললেও গত বছর নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের হয়ে দুরন্ত গোল করেছিলেন। সেরা গোলকিপারের পুরস্কার পেলেন এডুয়ার্ড মেন্ডি। সেরা কোচ চেলসির থমাস তুচেল। রবার্তো মানচিনি আর পেপ গুয়ার্দিওয়ালাকে হারিয়ে সেরা কোচের পুরস্কার পান তুসেল।
আরও পড়ুন: AFC Women’s Asian Cup: এশিয়ান কাপে মণীষাদের তারুণ্যই বাজি ভারতের