এসসি ইস্টবেঙ্গল।
ছবি: SCEB মিডিয়া
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
করোনা, চোট-আঘাত- সব মিলিয়ে মিনি হাসপাতাল এসসি ইস্টবেঙ্গল। বুধবার লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া। করোনা সংক্রমিত হওয়ায় নেই ৫ ফুটবলার। তার মধ্যে রয়েছেন বাঙালি লেফট ব্যাক। আরও ২ ফুটবলার করোনা সংক্রমিতদের সংস্পর্শে আসায় তাঁদেরও কোয়ারান্টিনে রাখা হয়েছে। নির্বাসনের কবলে থাকায় এই ম্যাচেও খেলতে পারবেন না আন্তোনিও পেরোসেভিচ। চোট-আঘাতে জর্জরিত অনেকেই। সেই তালিকায় আছেন বিদেশি ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলাও। আদিল খান এখনও পুরো ফিট নন। ফ্রাঞ্জো পর্চে সবে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়েছেন। এফসি গোয়ার বিরুদ্ধে ১৫ জনের দল করতেই হিমসিম খাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। রিজার্ভে যদি একজন গোলকিপার থাকে, তাহলে বাকি তিন ফুটবলার। অর্থাত্ ৫টা পরিবর্তনই করাতে পারবে না দল।
এসসি ইস্টবেঙ্গলের এক কর্তা বলেন, ‘এফএসডিএল এক অদ্ভূত নিয়মের কথা শোনাচ্ছে। আইসোলেশনে থাকা ৭ (৫ জন কোভিড পজিটি ও ২ জন ক্লোজ কনট্যাক্ট) ফুটবলারের কারও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ এলে, তাকে মাঠে নামানো যাবে। ১৫ জনের দল সাজাতে এমন উপায় দিচ্ছে এফএসডিএল। অথচ আইসোলেশনে থাকা ফুটবলাররা তো ম্যাচের জন্য প্র্যাকটিসই করেনি। তাদের নামালে তো এমনিতেই চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যাবে।’
আজ রাতে আরও একটা রিপোর্ট আসার কথা। সেখানে কোনও ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ এলে, আগামিকালের ম্যাচ থেকে ছিটকে যাবেন তিনিও। সেক্ষেত্রে ১৫ জনের স্কোয়াড না হলে স্থগিত হয়ে যেতে পারে এসসি ইস্টবেঙ্গল-এফসি গোয়া ম্যাচ। এখানেই শেষ নয়। সূত্রের খবর, লাল-হলুদের দুই ফিজিও কোয়ারান্টিনে। দু’জনেই কোভিড পজিটিভের সংস্পর্শে এসেছেন। অর্থাত্ ফিজিওকে ছাড়াই মাঠে দল নামাতে হবে মারিও রিভেরাকে।
On Marcelo being available for tomorrow’s clash
MR: Marcelo Ribeiro dos Santos is not available for this match as he is not yet ready to start.
— SC East Bengal (@sc_eastbengal) January 18, 2022
নতুন কোচ মারিও রিভেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম বার আইএসএলে তাঁর অধীনে মাঠে নামবে লাল-হলুদ শিবির। মাঝপথে দলের হাল ধরেছেন। পুরো দলটাই অচেনা তাঁর কাছে। তারই মাঝে কোভিড আর চোট-আঘাতে জর্জরিত শিবির।
ইস্টবেঙ্গলে এর আগে কোচিং করিয়ে গিয়েছেন মারিও। লাল-হলুদ সমর্থকদের আবেগ ভালোই জানেন তিনি। আইএসএলে ১১টা ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের দেখা পায়নি এসসি ইস্টবেঙ্গল। বিশ্রী পারফরম্যান্স দেখে বিরক্ত সমর্থকরাও।
আরও পড়ুন: ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলের আরও ১ ফুটবলার কোভিড পজিটিভ