Virat Kohli: নেতৃত্বের অলঙ্কার ছেড়ে ৭ বছর পর ব্যাটার বিরাটে নজর


বিরাট কোহলি।
ছবি: টুইটার

পার্ল: তিনি যখনই মাঠে নামেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। গত ৭ বছরে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) তিনিই অবিসংবাদী নেতা। বিরাট রাজা। তিনি চলেন আগে আগে, বাকিরা তাঁর পিছু পিছু। ক্যাপ্টেন কোহলি মাঠে নামলেই উজ্জীবিত গোটা দল। স্লিপ কিংবা মিড অন অথবা বাউন্ডারি লাইন থেকে তাতাচ্ছেন বোলারদের। গোটা দলের শরীরী ভাষা পাল্টে যায় তাঁর চিত্‍কারে। বিপক্ষ দল মাঠে নামার আগেই কিছুটা ব্যাকফুটে চলে যায় বিরাট কোহলিকে (Virat Kohli) দেখে। কিন্তু এবার আর তিনি কথিত নেতা নন। বুধবার থেকে একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই মাঠে নামবেন বিরাট। ৭ বছর আগে ঠিক যেমনটা ছিলেন। কিন্তু এই ৭ বছরে ভারতীয় ক্রিকেট দিয়ে যতই জল গড়িয়ে যাক, কোহলিকে মাঠে দেখে নেতা হিসেবে মেনে নিয়েছে ভারতের ক্রিকেটার থেকে দর্শকরা। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) যেমন বলেই দিয়েছেন, ‘আমাদের চোখে বিরাটই নেতা।’ নেতৃত্বের অলঙ্কার ছেড়ে বিরাট মাঠে নামলেও, তাঁর নেতৃত্বের গুণ এবং নেতাসুলভ মনোভাবকে কি ভাবেই বা ফেলতে পারেন!

রোহিত শর্মা চোটে ছিটকে যাওয়ায় প্রোটিয়া সফরে একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। বিরাট, বুমরা, পন্থদের আগে আগে হাঁটবেন রাহুল। সমস্ত ক্যামেরার লেন্স তাক করে থাকবে তাঁর দিকে। বিরাট দলে থেকেও টসের সময় তাঁকে দেখা যাবে না। ৭ বছর পর ভারতীয় ক্রিকেটের এক ভিন্ন দৃশ্য দেখতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।

২ বছর কোনও ফরম্যাটে সেঞ্চুরি পাননি। রানমেশিন এখন রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করলেও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। গত এক দশকে বিরাট মানেই সেঞ্চুরি, এই মিথে বিশ্বাস করতে শিখেছে ভারতীয় ক্রিকেট। সেই বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি আসছে না। এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের কাছে অনেকটাই অপ্রত্যাশিত।

গত ৫ মাসে ভারতীয় ক্রিকেট আমূল পরিবর্তন দেখেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০ ওভারের ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন। ডিসেম্বরে বিরাটের একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছে বোর্ড। আর তিন দিন আগে টেস্টের ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়িয়েছেন কোহলি। ৫ মাসের ব্যবধানে নেতা বিরাট একজন সাধারণ ক্রিকেটার হয়ে গেলেন। বিরাট বনাম বোর্ড বিতর্ক ভারতীয় ক্রিকেটকে দুই মেরুতে এনে দিয়েছে। কাল আবার মাঠে নামবেন বিরাট কোহলি। তবে এ বার অনেকটাই চাপমুক্ত হয়ে মাঠে নামবেন তিনি। নেতৃত্বের খোলস ছেড়ে বেড়িয়ে ব্যাটার বিরাটের কাছ থেকে সেঞ্চুরি দেখার আশায় ভারতীয় ক্রিকেটমহল।

আরও পড়ুন: Virat Kohli: ক্যাপ্টেন না থাকলেও বিরাট ‘ব্র্যান্ড’ই থেকে যাবেন

Leave a Reply