ইডেন গার্ডেন্স (ছবি-টুইটার)
কলকাতা: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ভারত (India)-ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজের ৩টে ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছে ক্যারিবিয়ানরা। ৩টে একদিনের এবং ৩টে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। কোভিড পরিস্থিতির জন্য দুটো ভেনুতে হবে ম্যাচগুলো। কলকাতা আর আমদাবাদে হবে সিরিজের ৬টা ম্যাচ। সূচি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি আমদাবাদে প্রথম একদিনের ম্যাচ আর ১২ ফেব্রুয়ারি সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু কোভিড পরিস্থিতিতে পুরো চিত্রনাট্যই পাল্টে যায়। দুই দলকেই অধিক ট্রাভেল না করিয়ে দুটো ভেনুতে ম্যাচ আয়োজন করল বোর্ড। তবে কোন ৩টে ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, ৩টে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। সেক্ষেত্রে ৩টে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদে। একই সঙ্গে সূচিতেও আসতে চলেছে বদল।
আজ বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির মিটিংয়েই ঠিক হয়ে যায় ইডেন গার্ডেন্সে ৩টে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বৈঠকে একটা সময় ঠিক হয়েছিল কোভিড সুরক্ষাবিধি মেনে ৬টা ম্যাচই অনুষ্ঠিত হবে আমদাবাদে। কিন্তু ট্যুর এন্ড ফিক্সচার কমিটির সদস্য প্রবীর চক্রবর্তী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৩ ম্যাচ ইডেনে ছিনিয়ে আনেন।
ইডেনে ম্যাচ অনুষ্ঠিত হলেও, দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সুরক্ষাবিধি মেনেই ম্যাচ আয়োজন হবে। প্রশাসন এবং বোর্ডের সঙ্গে কথা বলার পরই দর্শক প্রবেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিএবি।
আরও পড়ুন: ICC Test Rankings: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন বিরাট-বুমরা