Legends Cricket League: লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজা দলের নেতৃত্বে সেওয়াগ


Legends Cricket League: লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজা দলের নেতৃত্বে সেওয়াগ (ছবি-বীরেন্দ্র সেওয়াগ টুইটার)

নয়াদিল্লি: অপেক্ষার আর মাত্র এক দিন। ২০ জানুয়ারি থেকে মাসকটে শুরু হতে চলেছে অবসর নেওয়ার ক্রিকেটারদের লিগ (Legends Cricket League)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া মহারাজের (India Maharaja) মুখোমুখি হতে চলেছে এশিয়া লায়ন্স। লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজা দলকে নেতৃত্ব দেবেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে মহম্মদ কাইফকে। এক ঝাঁক প্রাক্তন তারকা ক্রিকেটারদের ফের ২২ গজ দাপাতে দেখা যাবে।

সেওয়াগ এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ইন্ডিয়া মহারাজা দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন জন বুকানন।

এশিয়া লায়ন্সের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক। তাঁর ডেপুটি হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলসান। অর্জুন রনতুঙ্গে এই দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এশিয়া লায়ন্স দলে রয়েছেন পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের প্লেয়াররা। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ওয়ার্ল্ড জায়ান্টস দলের হয়ে ক্যাপ্টেন্সি সামলাবেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস প্লেয়ার এবং মেন্টরের ভূমিকায় রয়েছেন।

এক নজরে ইন্ডিয়া মহারাজা (India Maharaja) দলের ক্রিকেটাররা-

বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, নয়ন মোঙ্গিয়া, এস বদ্রিনাথ, মনপ্রীত গনি, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মুনাফ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার এবং অমিত ভান্ডারি।

এক নজরে এশিয়ান লায়ন্স (Asian Lions) দলের ক্রিকেটাররা-

শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, কামরান আকমল, সনথ জয়সূর্য, মুথিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রমেশ কালুভিথারানা, তিলকরত্নে দিলশান, নুয়ান কুলাসেকারা, আজহার মামুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল-হক, মহম্মদ হাফিজ, মহম্মদ ইউসুফ, শোয়েব মালিক, উমর গুল, ইউনিস খান এবং আসগর আফগান।

এক নজরে ওয়ার্ল্ড জায়ান্টস (World Giants) দলের ক্রিকেটাররা-

ড্যানিয়াল ভেত্তোরি, কেভিন পিটারসেন, ব্রেট লি, জন্টি রোডস, ড্যারেন সামি, ওয়াইস শা, হার্সেল গিবস, মর্নি মর্কেল, অ্যালবি মর্কেল, ইমরান তাহির, কোরি অ্যান্ডারসন, মন্টি পানেসর, ব্র্যাড হ্যাডিন, কেভিন ওব্র্যায়েন, ব্র্যান্ডন টেলর।

আরও পড়ুন: India vs South Africa 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচ

আরও পড়ুন: Legend Cricket League: বিগ বি’র পর এ বার লেজেন্ড ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাংলার ঝুলন



Leave a Reply