আইপিএলে নতুন দলের অধিনায়কত্ব পেলেন হার্দিক-রাহুল, নিলামে নাম হাজারের বেশি তারকার


Published by: Subhajit Mandal |    Posted: January 22, 2022 1:40 pm|    Updated: January 22, 2022 1:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ সময়ের মধ্যেই সুসংবাদ পেলেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের অধিনায়ক হচ্ছেন তিনি। আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল। শুক্রবার সরকারিভাবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিই নিজেদের রিটেনশনের তালিকা বিসিসিআইয়ের (BCCI) কাছে জমা দিয়েছে। তারপর শনিবারই বোর্ডের তরফে আগামী আইপিএলে অংশগ্রহণে ইচ্ছুক ক্রিকেটারের সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে।

IPL 2022: 1214 players sign up for mega-auction

হার্দিক পাণ্ডিয়া ছাড়া আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি আর যে দু’জন ক্রিকেটারকে ড্রাফট থেকে নিয়েছে, তাঁরা হলেন রশিদ খান এবং শুভমন গিল। হার্দিক এবং রশিদের জন্য ১৫ কোটি টাকা করে খরচ করেছে আহমেদাবাদ। শুভমনের (Subhman Gill) জন্য তারা খরচ করেছে ৮ কোটি টাকা। অন্যদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি রাহুলের পাশাপাশি দলে নিয়েছে মার্কস স্টয়নিস এবং রবি বিষ্ণোইকে। স্টয়নিসের জন্য ৯.২ কোটি এবং বিষ্ণোইয়ের জন্য ৪ কোটি টাকা খরচ করেছে তাঁরা। আইপিএলের (IPL 2022) পুরোনো আট ফ্র্যাঞ্চাজি আগেই নিজেদের রিটেনশনের তালিকা দিয়ে দিয়েছে।

IPL 2022: 1214 players sign up for mega-auction
কেএল রাহুল

[আরও পড়ুন: দূরত্ব বাড়ছে কোহলি-রাহুলের? দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই দ্বিধাবিভক্ত ভারতীয় ড্রেসিংরুম!]

এদিকে, বিসিসিআই জানিয়েছে, আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।

[আরও পড়ুন: বিস্ফোরক সাংবাদিক বৈঠকের পর বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন সৌরভ! দাবি বোর্ড কর্তার]

এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply