Published by: Krishanu Mazumder | Posted: January 23, 2022 11:28 pm| Updated: January 23, 2022 11:28 pm
এটিকে মোহনবাগান–০
ওড়িশা এফসি–০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক; কোভিডের জন্য তিনটি ম্যাচ স্থগিত হয়েছিল এটিকে মোহনবাগানের। তিনটে ম্যাচ না খেলায় দলের মধ্যে আলাদা একটা তরতাজা ব্যাপারও লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু রবিবার ওড়িশার বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও ম্যাচটা জিততে পারল না জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। অবশ্য দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণকে কেন যে তুলে নিলেন এটিকে মোহনবাগান কোচ, তা বোধগম্য হল না। ফিজিয়ান তারকাকে তুলে নেওয়ায় দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের ধার অনেকটাই কমে যায়। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।
খেলার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে ওড়িশার পেনাল্টি বক্সে। কখনও রয় কৃষ্ণ, কখনও ডেভিড উইলিয়ামস সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। রয় কৃষ্ণ-ডেভিড উইলিয়ামসরা সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধের শেষেই একাধিক গোলে এগিয়ে থাকতে পারত জুয়ান ফেরান্দোর ছেলেরা। লিস্টন কোলাসোর দুরন্ত ফ্রি কিকও ওড়িশার জালে ঢুকল না। বলটা যে মুহূর্তে ডিপ করে ঢুকছিল, ঠিক সেই সময়ে ওড়িশার গোলকিপার অর্শদীপ সিং শরীর ছুড়ে বল বের করে দেন।
[আরও পড়ুন: প্রথমবার কোহলির মেয়ে ভামিকাকে দেখার সুযোগ পেলেন সমর্থকরা, ভিডিও ভাইরাল]
ফেরান্দোকে ভাবাচ্ছিল ওড়িশার ডিফেন্স। সেই রক্ষণ দাঁতে দাঁত চেপে লড়াই করে গেল। দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণকে তুলে নেন ফেরান্দো। তাতে কিছুটা হলেও কামড় কমে যায় এটিকে মোহনবাগান শিবিরের। ওড়িশা শিবির যে এটিকে মোহনবাগানের গোলমুখে আক্রমণ তুলে আনেনি তা নয়। কিন্তু কাজের কাজটাই হয়নি।
এটিকে মোহনবাগানের পরের ম্যাচটাই ডার্বি। এসসি ইস্টবেঙ্গল প্রথম জয় পেয়েছে গোয়া এফসির বিরুদ্ধে। ফেরান্দোকে এখন ওড়িশা ম্যাচ খেলে উঠেই ডার্বি নিয়ে পড়তে হবে।
[আরও পড়ুন: কোহলির টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন শাস্ত্রী, বেছে নিলেন পরবর্তী অধিনায়কও!]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ