Published by: Sulaya Singha | Posted: January 24, 2022 2:26 pm| Updated: January 24, 2022 2:26 pm
গৌতম ভট্টাচার্য: সদ্য প্রবাদপ্রতীম ফুটবলার সুভাষ ভৌমিককে হারিয়েছে ময়দান। আর তারই মধ্যে ফুটবলপ্রেমীদের উদ্বেগ বাড়িয়ে দিল আরেক দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ভারতের আরেক কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনুগুপ্ত।
জানা গিয়েছে, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। যে কারণে কোনও ঝুঁকি না নিয়ে রবিবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সুরজিৎ সেনগুপ্তকে। উল্লেখ্য, দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগতে থাকা সুভাষ ভৌমিকের (Subhash Bhowmick) শরীরেও শেষ সময়ে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। বয়সজনিত কারণে তাই সুরজিৎবাবুকে নিয়েও চিন্তিত চিকিৎসকরা।
[আরও পড়ুন: একাধিক গোলের সুযোগ নষ্ট রয় কৃষ্ণদের, ওড়িশার কাছে আটকে গেল এটিকে মোহনবাগান]
দেশের অন্যতম সেরা উইঙ্গার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত (Surojit Sengupta)। দুই প্রধানেই খেলেছেন দাপিয়ে। তাঁদের সময়ে ময়দানে দলবদল ছিল একটা বড় ইভেন্টের মতো। মোহনবাগান থেকে কার্যত ‘হাইজ্যাক’ করে তাঁকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর একেবারে লাল-হলুদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। দলের বহু জয়ের নেপথ্য নায়ক হয়েছিলেন। কিন্তু তাঁর সতীর্থরা পরবর্তীতে কোচ হলেও তিনি আর ময়দানমুখী হননি।
পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মানসিক ভাবে ফুটবল থেকে খানিকটা দূরে চলে গিয়েছিলেন। ফুটবলার হিসেবে যখন মনে হয়েছিল, খেলাকে আর কিছু দেওয়ার নেই, তখন সরে দাঁড়িয়েছিলেন। কোচ হিসেবেও মনে হয়েছিল হয়তো নিজের মতো করে হয়তো কাজ করতে পারবেন না। তাই ওই পথে হাঁটেন না। তবে ক্লাবের খবরাখবর রাখতেন নিয়মিত। সেই দুর্দান্ত তারকা উইঙ্গারই আজ অসুস্থ। তাঁর আরোগ্য কামনা করছেন সতীর্থরা।
[আরও পড়ুন: কাজে দিল না কোহলি-চাহারের লড়াই, ওয়ানডে সিরিজে ভারতকে চুনকাম করল দক্ষিণ আফ্রিকা]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ