মেলবোর্ন: প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে পৌঁছলেন অ্যাশলি বার্টি (Ashleigh Barty)। টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাডিসন কিইসকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন বার্টি। ১৯৮০ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছলেন সে দেশের প্লেয়ার। মেলবোর্ন পার্কে একেবারে দাপিয়ে বেড়াচ্ছেন বার্টি। স্ট্রেট সেটে জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই বার্টি।
সেমিফাইনালে ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ ফলাফলে ম্যাডিসনকে হারালেন বার্টি।
?solute BEAUTY ??@ashbarty becomes the first Australian women’s singles finalist at the #AusOpen since 1980!
Defeats Keys 6-1, 6-3 and will face the winner of Collins-Swiatek for the title ? pic.twitter.com/EVLzteae3O
— wta (@WTA) January 27, 2022
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।