BPL 2022: নাজমুল-ব্র্যাভোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব মজলেন ‘পুষ্পা’ সেলিব্রেশনে


BPL 2022: নাজমুল-ব্র্যাভোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব মজলেন ‘পুষ্পা’ সেলিব্রেশনে

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) মেতে উঠেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা’ (Pushpa) সিনেমায়। চলতি বিপিএলে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। নাজমুল ইসলাম অপু এবং ডোয়েন ব্র্যাভোর পর এ বার পুষ্পা সেলিব্রেশনে মজলেন, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ফরচুন বরিশালের ম্যাচে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব ম্যাচের ৬ ওভারে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু’প্লেসির উইকেট তুলে নিয়ে ‘পুষ্পা’ স্টাইলে সেলিব্রেশন করেন। মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডু’প্লেসি।

তবে পুষ্পা সেলিব্রেশন করলেও, ম্যাচ পকেটে পুরতে পারেননি সাকিবরা। কুমিল্লা ৭ উইকেটে ১৫৮ রান তোলে। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৫ রানে অলআউট হয় বরিশাল।

এর আগে বিপিএলের এক ম্যাচে কোমিল্লার ডোয়েন ব্র্য়াভো উইকেট নিয়ে পুষ্পা সিনেমার শ্রীবল্লি গানের তালে পা মিলিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের হয়ে খেলতে নেমে ওই ম্যাচে প্রতিটা উইকেট নেওয়ার পর পুষ্পা সেলিব্রেশন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, বিপিএল যেন ‘পুষ্পা’জ্বরে কাবু। একের পর ম্যাচে ক্রিকেটারদের সেলিব্রেশনের ছবিও যেন সেটাই প্রমাণ করছে।

আরও পড়ুন: BPL 2022: বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেট নিয়ে ‘পুষ্পা’ সেলিব্রেশন নাজমুলের, দেখুন ভিডিও



Leave a Reply