Australian Open 2022: কাঁদতে কাঁদতে নাদাল বললেন, ‘ভাবিইনি, এই জায়গায় পৌঁছব’ (ছবি: টুইটার)
মেলবোর্ন: একমাস আগেও ভাবতে বাধ্য হয়েছিলেন, এ বার টেনিসকে (Tennis) বিদায়ই জানাতে হবে। কোর্টে নামার ইচ্ছে ক্রমশ কেড়ে নিচ্ছে চোট আঘাত। কেউ কেউ সব প্রতিরোধ ঠেলে সাফল্যের মঞ্চে উঠে পড়েন আবার। রাফায়েল নাদাল (Rafael Nadal) তেমনই। যাঁর বিশ্বাস নড়ে গিয়েছিল, তিনিই আত্মবিশ্বাস দেখাচ্ছেন মেলবোর্ন পার্কে। মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) ফাইনালে উঠে পড়লেন স্প্যানিশ তারকা। রড লেভার এরিনাতে ম্যাচ জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন। এত আবেগ যে জমে রয়েছে, তিনি নিজেও হয়তো জানতেন না।
VAMOS‼️
?? @rafaelnadal reaching new heights ?#AusOpen • #AO2022 pic.twitter.com/51AEGzuxjf
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
নাদাল বলেছেন, ‘একের পর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। দিনের পর দিন খেটে গিয়েছি। কিন্তু আলোর দিশা দেখতে পাইনি। ওই সময়গুলোয় পাশে পেয়েছি শুধু আমার পরিবারকে। ওই সময় পরিবারের সঙ্গে, আমার কোচিং টিমের সঙ্গে ঘনঘন কথা বলতাম। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জানতাম না কী করব। ভাবতে শুরু করেছিলাম, টেনিসকে গুডবাই জানানোর এটাই সেরা সময়। সেখান থেকে ঘুরে এই জায়গায় যে পৌঁছতে পারব, জানতামই না। কী ভাবে সম্ভব হল, ভাষায় প্রকাশ করতে পারব না।’
The happiest man in Melbourne right now ?@RafaelNadal · #AusOpen · #AO2022 pic.twitter.com/9eKd9pgR4t
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
২০০৯ সালে প্রথম ও শেষ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। বাকি তিনটে গ্র্যান্ড স্লামে যতটা সফল নাদাল, অস্ট্রেলিয়ান ওপেনে ততটা নন। সেই অতীত এ বার পাল্টাতে চান বাঁ হাতি টেনিস প্লেয়ার। নাদাল বলেছেন, ‘এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেনের গুরুত্ব সব থেকে বেশি। ২০০৯ সালে আমি এখানে জিতেছিলাম। কিন্তু ২০১২ ও ২০১৭ সালে নোভাক ও ফেডেরারের কাছে হেরেছি। তখন কিন্তু একবারও ভাবিনি এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠতে পারি।’
বেরেত্তিনিকে চার সেটের ম্যাচে হারানোর পর নাদালের ব্যখ্যা, ‘ম্যাচের শুরুটা চমত্কার করেছিলাম। বহু দিন পর প্রথম দুটো সেট খেলে তৃপ্তি পেয়েছি। বেরেত্তিনি কতটা ভালো প্লেয়ার, আমি খুব ভালো করেই জানতাম। ভয়ঙ্কর প্লেয়ার। তৃতীয় সেটে ও মরিয়া হয়ে ফিরেছিল। কিন্তু চতুর্থ সেটে মরিয়া লড়াই করতে চেয়েছিলাম। এই কারণেই ম্যাচটা জিততে পেরেছি।’
আরও পড়ুন: Australian Open 2022: অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল