Published by: Krishanu Mazumder | Posted: January 29, 2022 5:48 pm| Updated: January 29, 2022 5:53 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরজিৎ সেনগুপ্তের(Surojit Sengupta)শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। গত রাত থেকে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। প্রলাপ বকছেন বলে জানিয়েছে মেডিক্যাল বুলেটিনে। এনসেফালোপ্যাথির লক্ষণ রয়েছে বলে জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকদের একটি দল। যন্ত্রের মাধ্যমে তাঁর দেহে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
শনিবার কোভিড আক্রান্ত হয়ে চলে যান সুভাষ ভৌমিক। তাঁর প্রয়াণের ৩৬ ঘণ্টার মধ্যে সুভাষ ঘনিষ্ট সতীর্থ এবং শিল্পী ফুটবলার হিসেবে কলকাতা ময়দানে চিরখ্যাত সুরজিৎ সেনগুপ্তকেও হাসপাতালে ভরতি করতে হয়েছে। তিনিও করোনা (COVID-19) আক্রান্ত। অক্সিজেনের মাত্রা উদ্বেগজনকভাবে কমেছিল বলে রবিবার রাতে। তখনই তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বাইপাসের ধারের একটি হাসপাতালে ২৩ জানুয়ারি থেকে ভরতি সুরজিৎ সেনগুপ্ত।
[আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, রামকৃষ্ণ মিশনের রাঁধুনির রহস্যমৃত্যুতে গ্রেপ্তার মহারাজ]
মাঝে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও শনিবার হাসাপাতালের তরফ থেকে জানানো হল, শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সঙ্কটজনক পরিস্থিতি তাঁর। রাখা হয়েছে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়ায়।
ফুটবল (Football) জীবন শেষ করলেও সেই সময়ের ফুটবল অনুরাগীদের মধ্যে সুরজিতের জনপ্রিয়তা অপরিসীম। বহু জয়ের নেপথ্য নায়ক হয়েছিলেন। কিন্তু তাঁর সতীর্থরা পরবর্তীতে কোচ হলেও তিনি আর ময়দানমুখো হননি।
[আরও পড়ুন: আরও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ