চার বলে চার উইকেট! ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে অনন্য নজির হোল্ডারের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট। তাঁর আগে এমন নজির যে নেই কোনও ওয়েস্ট ইন্ডিয়ান (West Indies) বোলারেরই। জেসন হোল্ডার (Jason Holder) নতুন কীর্তি গড়লেন। ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন দীর্ঘ চেহারার এই বোলার। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজও জিতল ক্যারিবিয়ানরা। 

হোল্ডারের জন্মস্থান বারবাডোজের ব্রিজটাউন। সেখানকারই কেনসিংটন ওভালে নতুন ইতিহাস তৈরি করলেন হোল্ডার। তাঁর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার পর পর ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন। 

[আরও পড়ুন:‘এখনও পুরো ঘটনাটা স্বপ্নের মতো’, বলছেন ডার্বি জয়ের নায়ক কিয়ান]

হোল্ডারের দৌরাত্ম্যের জন্যই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে (England)  ১৭ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে হোল্ডারের বলের জবাব দিতে না পেরে ডাগ আউটে ফিরে গিয়েছেন ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ ও শাকিব মাহমুদ। সেই  ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল নো বল। কিন্তু 



Leave a Reply