ISL 2021-22: পরিকল্পনা বদলে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলে প্রথম জয় পেতে চাইছে বাগান


ISL 2021-22: পরিকল্পনা বদলে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলে প্রথম জয় পেতে চাইছে বাগান (ছবি-এটিকে মোহনবাগান টুইটার)

মারগাও: স্কোরলাইন এখন ০-৪! যখন যেখানে দেখা হয়েছে, চার ম্যাচের চারটেতেই জিতেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গোলের সংখ্যায় ঢুকলে, মুম্বইয়ের ফুটবলাররা দিয়েছে ১০ গোল। সেখানে কলকাতার টিম? মাত্র ২ গোল দিতে পেরেছে। বৃহস্পতিবার তথ্য ও প্রবাদের বিরুদ্ধে লড়াই এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। যে টিম জেতে, ডার্বির পরে ম্যাচেই হেরে বসে তারা। প্রথম দফায় সেই ছবিই দেখা গিয়েছিল। মুম্বইয়ের কাছে ১-৫ হেরেছিল সবুজ-মেরুন। ফিরতি ডার্বির পরের ম্যাচে আবার বাগানের সামনে মুম্বই। এ বার অতীত বদলাতে মরিয়া হুয়ান ফেরান্দোর টিম। পিছিয়ে পড়েও কিয়ান নাসিরির দুরন্ত হ্যাটট্রিকে ডার্বি জয় মানসিক ভাবেও পাল্টে দিয়েছে বাগানকে। আইএসএলে (ISL) মুম্বইকে প্রথম হারিয়ে লিগ টেবলের প্রথম চারে ঢুকে পড়াই লক্ষ্য বাগানের।

১১ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৯। এক ম্যাচ বেশি খেলে মুম্বই দাঁড়িয়ে টেবলের ছয়ে। পয়েন্ট ১৮। তার থেকেই বড় কথা হল, জোসুয়া-ইগরদের টিম শেষ তিনটে ম্যাচ জিততে পারেনি। হায়দরাবাদের বিরুদ্ধে খেতে হয়েছে ৫ গোল। হার-ড্র ভুলে বাগানের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্য নামতে চাইছেন তিনি। বলেওছেন, ‘গতবার ওদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেও এখন পরিস্থিতি আলাদা। মোহনবাগানের কোচও বদলে গিয়েছে। তিনি যে অন্য ধারার কাজ করেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ফেরান্দোর হাত ধরে বাগানের পারফরম্যান্স গ্রাফ পাল্টে গিয়েছে। টানা সাতটা ম্যাচ হারেনি সবুজ-মেরুন। তবে ডার্বির পরের ম্যাচে টিম ও পরিকল্পনা দুই-ই বদলাতে পারেন তিনি। ফেরান্দোর কথায়, ‘ডার্বি জেতার পরে আমাদের আত্মবিশ্বাসী হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। কয়েকজন প্লেয়ার সদ্য কোয়ারান্টাইন থেকে বেরিয়েছে। মুম্বই এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচের সঙ্গে এটাকে মেলানো যাবে না। ফুটবলে অতীত নিয়ে ভাবার সময় নেই। তা ছাড়া পরিস্থিতিও আলাদা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে।

ডার্বি ম্যাচে রয় কৃষ্ণাকে খেলাননি কোচ। মুম্বই ম্যাচে খেলাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু বদল যে টিমে করতে চান, তা পরিষ্কার। সাত ম্যাচ অপরাজিত বাগানের কোচ বলছেন, ‘মুম্বই কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, ভাবছি না। আমার একটাই লক্ষ্য, তিন পয়েন্ট। সেরা চারে ফিরতে হলে সেটা খুব জরুরি। আর মুম্বই, এটা আমার কাছে নতুন ম্যাচ। এটুকু বলতে পারি, আমরা তৈরি।’

প্রথম দফার মতো মোহনবাগান আত্মতুষ্ট যে থাকবে না, ভালোই বুঝতে পারছেন বাকিংহ্যাম। তাই সেরা টিমই বৃহস্পতিবার নামাতে চাইছেন তিনি। মুম্বই কোচের কথায়, ‘নানা কারণে আইএসএলের সব টিমকেই কম-বেশি ভুগতে হয়েছে। সেটা মাথায় রাখার পাশাপাশি নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হবে। প্রতিপক্ষ যেই হোক না কেন, তৈরি থাকতে হবে আমাদের। সেই সঙ্গে টিমে যারা নতুন এসেছে, তারাও বাকিদের সঙ্গে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

জামশিদপুত্র কিয়ানে মুগ্ধ ফেরান্দো। ‘ছেলেটা খুব পরিশ্রমী। ওর পারফরম্যান্সে আমি খুশি। জায়গা নিয়ন্ত্রণ আর ফিনিশিং— দুটোই ওর ভালো। পাসের টাইমিংও চমত্‍কার। এটাই হওয়া উচিত। ও যত খেলবে, তত উন্নতি করবে। যে কোনও টিম ও কোচের জন্য এ রকম প্লেয়ার খুব কার্যকরী হয়। তবে ওকে সময় দিতে হবে, যাতে আরও উন্নতি করতে পারে।’

আইএসএলের বাকি ৯টা ম্যাচ নিয়েও ভাবনা-চিন্তা চলছে বাগানে। বাকি ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করবে প্লে-অফে যাবে কোন টিম। আর তাই ফেরানো কোনও ভাবেই সুযোগ হারাতে চান না। মুম্বই সিটির বিরুদ্ধে সেই কারণে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টকেই ‘টার্গেট’ করে ফেলছে সবুজ-মেরুন।

Leave a Reply