Published by: Subhajit Mandal | Posted: February 4, 2022 4:22 pm| Updated: February 4, 2022 4:22 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আমলে বিদেশের মাটিতে দিনরাতের টেস্ট খেলেছে ভারতীয় মহিলা দল। তাঁর আমলে মহামারী আবহেই দু’বার আইপিএল (IPL) সফলভাবে আয়োজিত হয়েছে। আবার তাঁর আমলেই টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারত। প্রকাশ্যে এসেছে বোর্ড-অধিনায়ক দ্বন্দ্ব। তাহলে, সার্বিকভাবে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে কতটা সফল সৌরভ গঙ্গোপাধ্যায়? নিজে এ প্রশ্নের জবাব সরাসরি দিলেন না বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট। বলে দিলেন, বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তাঁর সাফল্যের বিচার করবে জনগণ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ শেষ হচ্ছে সৌরভের (Sourav Ganguly)। মহামারী আবহে তাঁর মেয়াদকাল বাড়ানো হবে কিনা স্পষ্ট নয়। এরই মধ্যে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সৌরভের কার্যকাল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। সৌরভ এক সাক্ষাৎকারে নিজের মেয়াদ সম্পর্কে বলছেন, তিনি সফল নাকি ব্যর্থ, সেটা বিচার করার ভার জনতার। সৌরভ বলছেন,”আমার সাফল্য সম্পর্কে আপনাদের আলাদা করে বলতে পারব না। এটা বিচার করা আপনাদের দায়িত্ব। আমাকে খুব কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। গত দুবছর মহামারীর (Coronavirus) জন্য বিশ্বজুড়ে বিশৃঙ্খলা চলেছে। আমাদের সৌভাগ্য আমরা এই পরিস্থিতিতেও বেশিরভাগ সিরিজ খেলাতে পেরেছি।”
[আরও পড়ুন: রনজি খেলে নিজেদের প্রমাণ করো, পূজারা-রাহানেদের বলে দিলেন সৌরভ]
বস্তুত, সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূলস্তরে ক্রিকেটের উন্নতিতে জোর দিয়েছেন। তাঁর আমলে গুরুত্ব অনেক বেড়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA)। অনূর্ধ্ব-১৯ দলকে গুরুত্ব দিয়েছে বিসিসিআই। মহিলা ক্রিকেটেও বাড়তি মনোনিবেশ করেছেন সৌরভ, জয় শাহরা। দাদার আমলে একাধিক দিনরাতের টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। মহিলা দলও বিদেশের মাটিতে টেস্ট খেলেছেন। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের মতো তারকারা এসেছেন ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে।
[আরও পড়ুন: কবে থেকে শুরু রনজি ট্রফি? দিনক্ষণ জানাল বোর্ড]
এগুলি যদি সাফল্য হয়, তাহলে ব্যর্থতাও রয়েছে। আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার থেকেও বড় ব্যাপার একটা অস্থিরতা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে। কোহলির সঙ্গে বোর্ডের বিবাদ যার অন্যতম কারণ। কোহলি পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের সূচনাটাও ভাল হয়নি। এখন দেখার আগামী কয়েক মাসে পরিস্থিতির উন্নতি হবে, সেটাই আশা।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ