বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আজ ফেভারিট ভারতই, যশদের শুভেচ্ছা কোহলি-শচীনের


Published by: Sulaya Singha |    Posted: February 5, 2022 5:01 pm|    Updated: February 5, 2022 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়েছিলেন যশ ধুলরা। আর এই জয়ই মানসিকভাবে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে ভারতীয় জুনিয়র টিমকে। তাই শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামতে চলেছে টিম ইন্ডিয়া।

শিবিরে করোনা হানা দেওয়ার পর কার্যত কেঁপে গিয়েছিলেন ক্রিকেটাররা। উগান্ডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বোঝা যাচ্ছিল না আদৌ শেষ পর্যন্ত এগারো জনকে পাওয়া যাবে কি না। শক্ত হাতে সেই পরিস্থিতি সামলে একেবারে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়া মুখের কথা নয়। আর সেই অসাধ্য সাধনই করে দেখালেন ধুলরা। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক হয়ে উঠেছিলেন অধিনায়ক ধুল। স্বাভাবিক ভাবেই তাঁর থেকে প্রত্যাশাও বেড়ে গিয়েছে। রশিদ সেঞ্চুরি না হাঁকালেও দারুণ খেলেছেন। তাই বিশ্বকাপের ফাইনাল নিয়ে চড়েছে উত্তেজনার পারদ।

জুনিয়র টিমকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি। জয়ের জন্য টুইটারে শুভকামনার বার্তা দিয়েছেন শচীন তেণ্ডুলকরও। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply