বিরাট কোহলি।
ছবি: টুইটার
আমেদাবাদ: টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়েছেন। একদিনের ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। তবু একেই বোধহয় বলে পারফেকশন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেমনটা করে এসেছেন। ঠিক তেমনই দলের স্বার্থে রোহিত শর্মাকে (Rohit Sharma) গাইড করলেন বিরাট কোহলি (Virat Kohli)। নেতৃত্ব ছাড়লেও দায়িত্ব থেকে সরে আসেননি। কয়েকদিন আগেই এক সাক্ষাত্কারে বিরাট বলেছিলেন, নেতা হওয়ার জন্য আলাদা ভাবে ক্যাপ্টেন হওয়ার দরকার নেই। আজ ডিআরএস নেওয়ার সময় বিচক্ষণ সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। নেতৃত্বের ব্যাটন না থাকলেও বুঝিয়ে দিলেন এখনও দলের স্বার্থে নিয়োজিত তিনি।
যুজবেন্দ্র চাহালের বলে কট বিহাইন্ড আউট হন ব্রুকস। কিন্তু আম্পায়ার আউট দেননি। উইকেটকিপার ঋষভ পন্থ নিজেও নিশ্চিত নন বল ব্রুকসের ব্যাটে লেগেছে কিনা। রোহিত শর্মা স্লিপে দাঁড়িয়েও বুঝতে পারছেন না। মিড অফ থেকে ছুটে এলেন বিরাট কোহলি। রোহিতকে পরামর্শ দিলেন ডিআরএস নেওয়ার। একই সঙ্গে জানালেন তিনি নিশ্চিত বল ব্যাটে লেগেছে। এবং ব্যাট তারপর প্যাডে লেগেছে। টিভি রিপ্লেতে দেখা গেল বল ব্যাটে লেগেই ঋষভের হাতে গিয়েছে।
Captain @ImRo45 listening to @imVkohli to take review. pic.twitter.com/IcnsJB4Rcr
— ???????™ (@NextBiIIionairs) February 6, 2022
Happy To See Virat Kohli and Rohit Sharma’s Celebration ??❤️#INDvsWI @ImRo45 @imVkohli pic.twitter.com/ATPEaOkIGk#NayaCaptainRohit
— ? .BRB._.A.D2209…? (@KSMB77) February 6, 2022
ব্রুকস আউট হওয়ার পরই শিশুদের মতো আনন্দে মেতে ওঠেন বিরাট কোহলি। এই প্রথমবার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেললেন বিরাট। যদিও ব্যাট হাতে এ বারও ব্যর্থ তিনি। ৪ বলে ৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।
আরও পড়ুন: U19 World Cup 2022 Final: ফের বিশ্বসেরা ছোটদের ভারত, রাজ-রবিদের দুরন্ত পারফর্ম্যান্স