ISL 2021-22: ওড়িশাকে হারিয়ে বদলা নিতে মরিয়া লাল-হলুদ


এসসি ইস্টবেঙ্গল।
ছবি: টুইটার

ভাস্কো: আর ৫টা ম্যাচ। তারপরই এ বছরের মতো আইএসএল (ISL) পর্ব শেষ করবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। তবে এই বাকি ৫টা ম্যাচে ভালো ফল করতে মরিয়া লাল-হলুদের ফুটবলাররা। নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করার জন্যই মুখিয়ে হামতে, হীরা, মহেশরা। পরের আইএসএলে ভালো দর পাওয়ার জন্য এই ৫টা ম্যাচই শেষ সুযোগ। আর সেই লক্ষ্যেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান হীরা মণ্ডল, হামতেরা। এফসি গোয়া ম্যাচের পর আর জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে ওটাই মশাল ব্রিগেডের প্রথম জয়। হায়দরাবাদের কাছে ০-৪ গোলে পর্যুদস্ত, ডার্বিতে এগিয়ে থেকেও ১-৩ গোলে হার। চেন্নাইয়িনের বিরুদ্ধে অন্তিম মুহূর্তে হামতের গোলে ১ পয়েন্ট এসেছে ঝুলিতে। ওই ম্যাচকে হাতিয়ার করেই ওড়িশার (Odisha FC) বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি এসসি ইস্টবেঙ্গল।

এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির ম্যাচ মানেই হাইস্কোরিং গেম। এ বারের আইএসএলের প্রথম পর্বে ওড়িশার কাছে ৪-৬ গোলে পর্যুদস্ত হতে হয়। গত আইএসএলের শেষ ম্যাচেও ওড়িশার কাছে ৫-৬ গোলে হারতে হয় লাল-হলুদকে। মারিওর হাত ধরে ওড়িশাকে হারিয়ে বদলা নিতে মরিয়া সৌরভরা।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো এখনও ছাপ ফেলতে ব্যর্থ। যদিও তাঁর পাশেই দাঁড়াচ্ছেন লাল-হলুদ কোচ। তিনি বলেন, ‘মার্সেলো অনেক পরিশ্রম করছে। চেন্নাইয়িন ম্যাচে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে সব বলই জিতেছে। কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি। তবে আমাদের আক্রমণভাগকে সমস্ত রকম ভাবে ও সাহায্য করছে।’ একই সঙ্গে চেন্নাইয়িন ম্যাচের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাফটাইমের পর আমি ফুটবলারদের মনে সাহস জোগাই। প্রত্যেককে স্বাধীন ভাবে খেলার পরামর্শ দিই।’

লিগ টেবিলে শেষের দিক থেকে দু’নম্বরে এসসি ইস্টবেঙ্গল। যদিও সে সব নিয়ে ভাবতে নারাজ লাল-হলুদ কোচ। আপাতত ওড়িশা ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করাই লক্ষ্য মারিওর। প্লে অফের দৌড় থেকে দল ছিটকে গেলেও ফুটবলারদের মোটিভেশনে অসুবিধে হবে না বলেই ধারণা লাল-হলুদ কোচ।

আরও পড়ুন: Suresh Raina: ক্যানসারের কাছে হেরে গেলেন সুরেশ রায়নার বাবা



Leave a Reply