এটিকে মোহনবাগান।
ছবি: টুইটার
ব্যাম্বোলিম: ডার্বিতে জয়ের পরই থমকে গিয়েছে এটিকে মোহনবাগানের জয়রথ। মুম্বই সিটি এফসিকে ফের হারাতে ব্যর্থ হয়েছে সবুজ-মেরুন। তবে লক্ষ্য এখনই শেষ হয়ে যায়নি। মঙ্গলবার হায়দরাবাদ এফসির সামনে এটিকে মোহনবাগান। এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন ওগবেচেরা। লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাগানের পয়েন্ট নষ্ট করলে চলবে না। হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চান এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। মঙ্গলবারের ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের প্রথম চারে উঠে আসবে এটিকে মোহনবাগান। এখনও বাকিদের চেয়ে ২টো ম্যাচ কম খেলেছেন রয় কৃষ্ণারা। তবে হায়দরাবাদকে হারিয়েই জয়যাত্রা শুরু করতে চায় সবুজ-মেরুন ব্রিগেড।
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ফুটবলাররা। বাগান কোচ ফেরান্দো বলেন, ‘মুম্বইয়ের বিরুদ্ধে সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি। হায়দরাবাদ অনেক শক্তিশালী দল। এ বারের আইএসএলে খুব ভালো ফুটবল খেলছে ওরা।’ হায়দরাবাদ এফসির স্ট্রাইকার ওগবেচেকে রুখতে বাড়তি অঙ্ক কষতে হবে বাগান কোচকে। ১৪ গোল করে আইএসএলের টপ স্কোরার নাইজেরিয়ান স্ট্রাইকার। যদিও ফেরান্দো এ বিষয়ে সামনাসামনি কিছু বলছেন না। তিনি বলেন, ‘শুধুমাত্র ওগবেচের জন্য আলাদা পরিকল্পনা নেই। ওদের পুরো দলই বিপজ্জনক।’
Gearing up to take on Hyderabad FC ?#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/d6SqOzNmhd
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 7, 2022
রক্ষণের ভুলে গত ম্যাচে গোল হজম করতে হয়েছে। যদিও দলের আক্রমণভাগকেই প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন বাগান কোচ। তিনি বলেন, ‘রক্ষণ নিয়ে আমি আলাদা করে ভাবতে চাই না। আক্রমণই আমার দলের হাতিয়ার। ওটাকে অস্ত্র করেই হায়দরাবাদ ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলতে চাই। যদি আক্রমণভাগের ফুটবলাররা ঠিক মতো গোল করে, তাহলে রক্ষণ এমনই মজবুত হয়ে যাবে।’ বড় ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে মুম্বইয়ের বিরুদ্ধে ৮৫ মিনিটে নামানো নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি ফেরান্দোকে। সে প্রসঙ্গে বাগান কোচ বলেন, ‘কিয়ানের হাঁটুতে চোট থাকায় ওকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নিইনি। ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’
চোটের জন্য শেষ দুটো ম্যাচ খেলতে পারেননি রয় কৃষ্ণা। তবে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। টানা ৩ ম্যাচেই জিতেছে হায়দরাবাদ এফসি। ওগবেচে ছাড়াও হোয়াও ভিক্টর, হুয়ানান, অনিকেত যাদব, আকাশ মিশ্রর মতো গেমচেঞ্জাররা রয়েছেন। তাই এটিকে মোহনবাগানকে বাড়তি সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: AIFF AGM: কুশল কি নেশাগ্রস্থ ছিলেন, প্রশ্নে তোলপাড় ফেডারেশনের সভা