কোচের মগজাস্ত্রেই বাজিমাত, হায়দরাবাদকে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নিল সবুজ-মেরুন


Published by: Sulaya Singha |    Posted: February 8, 2022 9:35 pm|    Updated: February 8, 2022 9:38 pm

হায়দরাবাদ এফসি: ১ (জোয়েল)
এটিকে মোহনবাগান: ২ (লিস্টন, মনবীর)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে মগজাস্ত্রের জোর। মাঠে নেমে লিস্টন কোলাসো ও মনবীর সিং দুর্দান্ত দুটি গোল করলেন ঠিকই, কিন্তু তাঁদের এই সাফল্যের নেপথ্যে ছিলেন সাইডলাইনে দাঁড়িয়ে থাকা মানুষটিই। তিনি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচ শুরুর আগেই যিনি বলে দিয়েছিলেন, ক্রমাগত আক্রমণ করেই দলের রক্ষণের দুর্বলতা ঢেকে দেবেন তিনি। আর তাতেই রুখে দেওয়া যাবে হায়দরাবাদের আক্রমণও। কার্যক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি মেনেই এল দুরন্ত জয়।

লিগ টেবিলে শীর্ষে থেকে মাঠে নেমেছিল হায়দরাবাদ এফসি। তার উপর প্রায় প্রতিটি ম্যাচেই প্রচুর গোল করছে দল। এহেন টগবগে আত্মবিশ্বাসের সামনে প্রতিপক্ষের বুকে ভয় ধরারই কথা। কিন্তু কোচের পেপটকে চাঙ্গা ছিলেন প্রীতম কোটালরা। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়েননি তাঁরা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply