India vs West Indies: কোয়ারান্টিন কাটিয়ে নেটে গা ঘামালেন রাহুল-মায়াঙ্ক-সাইনিরা


India vs West Indies: কোয়ারান্টিন কাটিয়ে নেটে গা ঘামালেন রাহুল-মায়াঙ্ক-সাইনিরা

আমেদাবাদ: জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু করেছে ভারত (India)। ১০০০তম ওয়ান ডে ম্যাচে টিম ইন্ডিয়া সহজ জয় পেয়েছে কায়রন পোলার্ডদের বিরুদ্ধে। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলেও, দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা। আমেদাবাদে তিন দিনের কোয়ারান্টিন কাটিয়ে নেটে নেমে পড়েছেন কেএল রাহুল (KL Rahul), মায়াঙ্ক আগরওয়ালরা (Mayank Agarwal)। তাঁদের সঙ্গে নেটে ঘাম ঝরালেন সদ্য কোভিড থেকে সেরে ওঠা নভদীপ সাইনিও (Navdeep Saini)। বিসিসিআই (BCCI) টুইটারে রাহুল-মায়াঙ্ক-সাইনিদের নেট প্র্যাক্টিসের ছবি পোস্ট করেছে।

৯ ফেব্রুয়ারি, বুধবার পোলার্ডদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামবেন লোকেশ রাহুলরা। ব্যাক্তিগত কারণে প্রথম ওয়ান ডে-তে ছিলেন না রাহুল। এবং শিখর ধাওয়ানসহ চার ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর, মায়াঙ্ক আগরওয়ালকে দলে ডাকা হয়েছিল। তিনিও বাধ্যতামূলক কোয়ারান্টিন কাটিয়ে কোচ দ্রাবিড়ের নজরদারিতে ব্যাটিং ঝালাই করে নিলেন।

লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল দলে ফেরায় ভারতের ওপেনিং জুটিতে বিকল্প পাওয়া গেল। প্রথম ওয়ান ডে-তে ঈশান কিষাণকে সঙ্গে নিয়ে ওপেনিং করেছিলেন রোহিত। ওপেনিং জুটিতে ৮৪ রান তুলেছিল। ব্যাট হাতে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন হিটম্যান। ঈশানের ব্যাট থেকে এসেছিল ২৮ রান। ফলে, লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল দলে ফেরায়, প্রথম ওয়ান ডে-র ওপেনিং জুটিকেই দ্বিতীয় ওয়ান ডে-তে দেখতে পাওয়া যাবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: India vs West Indies: পোলার্ডদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্যাপ্টেন রোহিতকে কত নম্বর দিলেন গাভাসকর?

আরও পড়ুন: India vs West Indies: গুগলিই আমার সেরা অস্ত্র, বলছেন চাহাল

আরও পড়ুন: India vs West Indies: ‘বিজয় হাজারে ট্রফিতে খেলা আমাকে সাহায্য করেছে’, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে সুন্দর

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা



Leave a Reply