দলের নাম ঘোষণা করল আহমেদাবাদ, কে হবেন KKR-এর নেতা? একনজরে IPL নিলামের খুঁটিনাটি


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলাম। যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আর তার ঠিক আগেই নিজেদের ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে দিল আহমেদাবাদ।

আইপিএলের ১৫ তম সংস্করণে খেলবে ১০টি দল। নতুন দুটি দল হিসেবে টুর্নামেন্টে যোগ দিয়েছে আহমেদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজি। আগেই নিজেদের নাম ঘোষণা করেছিল লখনউ। ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, লখনউ সুপার জায়েন্টস নামে মাঠে নামবে দল। আর এবার আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিল, তাদের পোশাকি নাম হচ্ছে গুজরাট টাইটান্স।

[আরও পড়ুন: ‘ভারতীয় টেস্ট দলে আপনাকে আর প্রয়োজন নেই’, ঋদ্ধিমানকে জানিয়ে দিল টিম ম্যানেজমেন্ট!]

এবারের নিলামে উঠবেন সব মিলিয়ে মোট ৫৯০ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয়। বিদেশি রয়েছেন ২২০ জন। বাংলার ক্রিকেটার রয়েছেন ১৪ জন। নিলামের তালিকায় নাম রয়েছে মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। ২০২০ সালের নিলামে মনোজ ছিলেন। তবে ২০২২ সালের আইপিএলের নিলামে নেই ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। বেন স্টোকসও নেই নিলামে। বোর্ড থেকে প্রকাশিত বিদেশি প্লেয়ারদের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার রয়েছেন ৪৭ জন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ এবং দক্ষিণ আফ্রিকার ৩৩ জন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছেন ২৪ জন। শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশের ৫ জন রয়েছেন। নামিবিয়ার ৩, স্কটল্যান্ডের ২, আয়ারল্যান্ডের ৫, জিম্বাবোয়ে, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এক জন করে ক্রিকেটার রয়েছেন বোর্ড প্রকাশিত নিলামের তালিকায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply