ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ফ্রেমে দুই ভারতীয় তারকা। Pics Courtesy: Twitter
দুবাই: ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে ব্যস্ত তখনই আইসিসি (ICC) প্রকাশ করল একদিনের ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিং। প্রথম দশে আছেন মাত্র দুজন ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাটে রান না থাকলেও র্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে আছেন তিনি। পয়েন্ট ৮২৮। ২০১৯ সালের অগাস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি। ২০১৯ সালেই ইডেনে পিঙ্ক বল টেস্টে শেষ সেঞ্চুরি। তারপর থেকে আর শতরানের মুখে দেখেননি বিরাট। ব্যাট হাতে যে তিনি খুব সফল এমনটাও বলা যাবে না। বরং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভেলিয়ানে ফিরেছিলেন। আজ দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এল মাত্র ১৮ রান।
সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে (ICC Ranking) তৃতীয় স্থানে আরেক ভারতীয়, টিম ইন্ডিয়ার বর্তমান নেতা রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। বিরাট রানের মধ্যে না থাকলেও রোহিত মোটের ওপর রানের মধ্যে আছেন। আজ মাত্র ৫ রানে আউট হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল হাফ সেঞ্চুরি। পরিস্থিতি যা তাতে বিরাটের ব্যাটে রানের খরা চলতে থাকলে আগামী মাসেই রোহিত হয়তো টপকে যাবেন বিরাটকে।
? Babar Azam still at the top
? Rohit Sharma closes in on Virat Kohli
? Fakhar Zaman and Joe Root sneak into the top 10Here’s how things stand after the latest update to the @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings for batters ?
More details ? https://t.co/gkPWgLbUCq pic.twitter.com/JOgc1SpQKm
— ICC (@ICC) February 9, 2022
আইসিসি যে র্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে প্রথম আটটি স্থানে কোনও পরিবর্তন হয়নি। গতমাসে যে ক্রিকেটাররা ছিলেন তারাই নিজেদের জায়গা ধরে রেখেছেন। ৮৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। পাঁচ, ছয় ও সাতে যথাক্রমে আছেন, অ্যারন ফিঞ্চ, জনি বেয়াস্টো, ও ডেভিড ওয়ার্নার। আটে দক্ষিণ আফ্রিকার ভ্যানডার ডুসেন। নয় ও দশ নম্বরে উঠে এসেছেন যথাক্রমে পাকিস্তানের ফকর জমান ও ইংল্যান্ডোর জো রুট। প্রথম দশ থেকে জায়গা হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ।
আরও পড়ুন : IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে