IPL 2022 Auction: আইপিএলের আসন্ন নিলামে রয়েছেন কোন কোন প্লেয়াররা, দেখুন তালিকা


IPL 2022 Auction: আইপিএলের আসন্ন নিলামে রয়েছেন কোন কোন প্লেয়াররা, দেখুন তালিকা (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুইটারের ভিডিওর স্ক্রিনশট)

নয়াদিল্লি: আইপিএলের (IPL) মেগা নিলামের দামামা বেজে গিয়েছে। আসন্ন মেগা নিলামে (IPL Auction) এ বার ৫৯০ ক্রিকেটারের ভাগ্য চূড়ান্ত হবে। তার মধ্যে রয়েছেন ৩৭০ জন ভারতীয়। বাকি ২২০ জন বিদেশি। মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস হল ২কোটি টাকা। তার মধ্যে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রিকেটার। মোট ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২২৮ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার। বাকি ৩৫৫ জন আনক্যাপড ক্রিকেটার। ৭ ক্রিকেটার অ্যাসোসিয়েট নেশনসের। ১০ মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছে ৪ ভারতীয়। মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়ার এবং শিখর ধাওয়ানকে রাখা হয়েছে মার্কি ক্রিকেটারের তালিকায়। বাকি ৬ ক্রিকেটার ফাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা আর ট্রেন্ট বোল্ট। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল একজন করে মার্কি ক্রিকেটার নিতে পারবে।

১২১৪ জন ক্রিকেটার আসন্ন আইপিএলের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। সেখান থেকে ছাটাই করে ৫৯০ জনে চূড়ান্ত তালিকা ঠিক করা হয়েছে। সেখানে ২ কোটি বেস প্রাইসে রয়েছেন ৪৮ জন প্লেয়ার, ১.৫ কোটি বেস প্রাইস রয়েছে ২০ জন প্লেয়ারেরর। ১কোটি বেস প্রাইসে রয়েছেন ৩৪ জন প্লেয়ার।

আইপিএলের মেগা নিলামের জন্য নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের তালিকা…

২ কোটি টাকা বেস প্রাইস

ভারতীয়: অম্বাতি রায়ডু, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, দেবদত্ত পাড়িক্কল, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ঈষান কিষাণ, ক্রুনাল পান্ডিয়া, মহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন উথপ্পা, শার্দুল ঠাকুর, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সুরেশ রায়না, উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

বিদেশি: অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, অ্যাস্টন আগর, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, ডেভিড ওয়ার্নার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, ফাফ দু’প্লেসি, ইমরান তাহির, জেমস ভিন্স, জেসন রয়, জোফ্রা আর্চার, জশ হ্যাজেলউড, কাগিসো রাবাডা, লকি ফার্গুসন, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, মার্ক উড, ম্যাথিউ ওয়েড, মিচেল মার্শ, মুজিব জর্দান, মুস্তাফিজুর রহমান, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, সাকিব আল হাসান, স্টিভ স্মিথ এবং ট্রেন্ট বোল্ট।

১.৫ কোটি টাকা বেস প্রাইস

ভারতীয়: অমিত মিশ্র, ইশান্ত শর্মা এবং ওয়াশিংটন সুন্দর।

বিদেশি: অ্যারন ফিঞ্চ, অ্যাডাম মিলনে, অ্যালেক্স হেলস, ক্রিস লিন, কলিন মুনরো, ডেভিড মালান, ইওন মর্গ্যান, গ্লেন ফিলিপস, জিমি নিশ্যাম, জেসন হোল্ডার, জনি বেয়ারস্টো, কেন রিচার্ডসন, লুইস গ্রেগরি, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, টিম সাউদি এবং উসমান খোয়াজা।

১ কোটি বেস প্রাইস

ভারতীয়: অজিঙ্ক রাহানে, জয়ন্ত যাদব, কেদার যাদব, কুলদীপ যাদব, মনীশ পান্ডে, নীতীশ রানা, পীযূষ চাওলা, প্রসিধ কৃষ্ণ, টি নটরাজন ও ঋদ্ধিমান সাহা।

বিদেশি: এইডেন মার্করাম, অ্যান্ড্রু টাই, কলিন ডি গ্র্যান্ডহোম, ড্যানিয়েল স্যামস, ডারসি শর্ট, ডেভিড মিলার, ডেভন কনওয়ে, জেমস ফকনার, জোশুয়া ফিলিপ, লিয়াম লিভিংস্টোন, মার্নাস লাবুসেন, মিচেল স্যান্টনার, মোহাম্মদ নবি, মোইসেস হেনরিকস, ওডেন স্মিথ, রসি ভ্যান দার ডুসেন, রিলি রোসোউ, রাইলি মেরেডিথ, রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, তাবরাইজ শামসি, টাইমাল মিলস এবং ভানিন্দু হাসরাঙ্গা।

৭৫ লক্ষ বেস প্রাইস

ভারতীয়: ধবল কুলকার্নি, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি, রাহুল চাহার এবং সিদ্ধার্থ কৌল।

বিদেশি: আলজারি জোসেফ, বেন কাটিং, বিলি স্ট্যানলেক, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, ড্যারিল মিচেল, ডমিনিক ড্রেকস, ফ্যাবিয়ান অ্যালেন, জেসন বেহরেনডর্ফ, কিমো পল, মার্টিন গাপ্টিল, নাথান এলিস, ওবেদ ম্যাককয়, রিস টপলে, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, স্কট কুগেলিজন, সিন অ্যাবট, শেল্ডন কটরেল এবং টড অ্যাস্টল।

৫০ লক্ষ বেস প্রাইস

ভারতীয়: বারিন্দর স্রান, চেতন সাকারিয়া, চেতেশ্বর পূজারা, গুরকিরত সিং, হনুমা বিহারি, কৃষ্ণাপ্পা গৌতম, কর্ণ শর্মা, করুণ নায়ার, খলিল আহমেদ, মনদীপ সিং, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক মার্কন্ডেয়, মোহিত শর্মা, মুরালি বিজয়, পারভেজ রসুল, পবন নেগি, রাহুল শর্মা, ঋষি ধাওয়ান, এস শ্রীশান্ত, সন্দীপ শর্মা, সন্দীপ ওয়ারিয়র, সৌরভ তিওয়ারি, শাহবাজ নাদিম, শিবম দুবে, বরুণ অ্যারন এবং বিজয় শঙ্কর।

মূল বিদেশি: আকিল হোসেইন, আন্দিলে ফেহলুকওয়ায়ো, আন্দ্রে ফ্লেচার, আভিষ্কা ফের্নান্দো, বেন ম্যাকডারমট, ডেভিড উইজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফিদেল এডওয়ার্ডস, ফিন অ্যালেন, হেইডেন ওয়ালশ, হেনরিখ ক্লাসেন, ঈশ সোধি, ইসুরু উদানা, জানেমান মালান, লুনগি এনগিডি, মার্কো জেনসেন, ওসানে থমাস, শাই হোপ।

৪০ লক্ষ বেস প্রাইস

ভারতীয়: অরুণ কার্তিক, দীপক হুডা, হরপ্রীত ভাটিয়া, কমলেশ নাগরকোটি, মহিপাল লোমরোর, রাহুল ত্রিপাঠি, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান এবং শিবম মাভি।

বিদেশি: আলী খান, বেনি হাওয়েল, ক্রিস গ্রিন, কেনার লুইস, লরি ইভান্স, সন্দীপ লামিছনে, টিম ডেভিড এবং টম কোহলার-ক্যাডমোর।

৩০ লক্ষ বেস প্রাইস

ভারতীয়: বাসিল থামপি, জলজ সাক্সেনা, রাজবর্ধন হাঙ্গারগেকর, রিয়ান পরাগ, শাহবাজ আহমেদ এবং শেল্ডন জ্যাকসন।

বিদেশি: নূর আহমেদ, বেন দ্বারশুইস এবং ম্যাট কেলি।

২০ লক্ষ বেস প্রাইস

মূল ভারতীয়: অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক শর্মা, আকাশ সিং, অঙ্কিত সিং রাজপুত, আনমোলপ্রীত সিং, অর্জুন তেন্ডুলকর, অশ্বিন হেব্বার, আবেশ খান, সি.হরি নিশান্থ, দর্শন নালকান্দে, হারপ্রীত বরার, কেসি কারিপ্পা, কেএস ভরত, কার্তিক ত্যাগী, ললিত যাদব, লুকমান মেরিওয়ালা, মনন বোহরা, মহম্মদ আজহারুদ্দিন, মুরুগান অশ্বিন, এন জগদীসান, প্রিয়ম গর্গ, আর সাই কিশোর, রজত পাতিদার, রিঙ্কু সিং, রিপল প্যাটেল, সরফরাজ খান, শ্রীবত্‍স গোস্বামী, অভিমন্যু ঈশ্বরন, কাইফ আহমেদ, প্রয়াস রায়বর্মন, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঈশান পোড়েল, আকাশদীপ, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ চট্টোপাধ্যায়, শ্রেয়স গোপাল, সুয়শ প্রভুদেশাই, তুষারদেব দেশপান্ডে, ভিকি অস্তওয়াল, বিরাট সিং, বিষ্ণু সোলাঙ্কি, বিষ্ণু বিনোদ এবং যশ ধুল।

Leave a Reply