Virat Kohli: আমেদাবাদে আজ সচিন-ধোনি-যুবরাজদের এলিট ক্লাবে ঢুকে পড়বেন কোহলি
আমেদাবাদ: আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের (India vs West Indies) দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ফের এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ ভারতের মাটিতে কেরিয়ারের ১০০তম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন ভিকে। স্বাভাবিকভাবেই বিরাটের কেরিয়ারে এটি এক মাইলস্টোন বটে। কোহলির আগে ভারতের মাটিতে এখনও পর্যন্ত মাত্র ৪ ভারতীয় ক্রিকেটার ১০০ বা তার বেশি ম্যাচে খেলেছেন। বিরাট পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দেশের মাটিতে সব থেকে বেশি ওয়ান ডে ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি দেশের মাটিতে ১৬৪টি একদিনের ম্যাচে খেলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ১৩০টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন মাহি। তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। তিনি ভারতের মাটিতে ১১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। চার নম্বরে রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারতে যুবি ১১১ টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। বিরাট ভারতে এখনও পর্যন্ত ৯৯টি একদিনের ম্যাচে খেলেছেন। এবং তাঁর মোট রান ৫০০২।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ভারতীয় ক্রিকেটার হিসেবে, দেশের মাটিতে একদিনের ক্রিকেটে ৫০০০ রান করার রেকর্ড গড়েছিলেন বিরাট। দ্বিতীয় ওয়ান ডে-তে ফের এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি। আজ সচিন-ধোনি-যুবরাজদের এলিট ক্লাবে ঢুকে পড়বেন কোহলি। প্রথম ম্যাচে রান পাননি বটে, তবে একখানা রেকর্ড গড়েছেন। কিন্তু দেশের মাঠে ১০০তম ওয়ান ডে ম্যাচে কোহলির সঙ্গে যেন তেমনটা না হয় প্রার্থনা করছেন বিরাটপ্রেমীরা। তাঁর ব্যাটে বড় এ বার রান দেখতে চাইছে ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: India vs West Indies: দ্বিতীয় ম্যাচের দল বাছতে হিমশিম অধিনায়ক রোহিত
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা