Published by: Biswadip Dey | Posted: February 10, 2022 2:09 pm| Updated: February 10, 2022 3:37 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিলেন জনপ্রিয় কুস্তিগির প্রাক্তন WWE তারকা ‘দ্য গ্রেট খালি’ (The Great Khali) ওরফে দিলীপ সিং রানা। বৃহস্পতিবার দিল্লিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। এর আগে তাঁকে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। অবশেষে বিজেপিতে সরাসরি যোগদান করলেন তারকা কুস্তিগির। এদিন দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দপ্তরে হাজির হন তিনি। বেলা ১টা নাগাদ তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় দলীয় উত্তরীয়।
খালির বিজেপিতে যোগদান প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা জিতেন্দ্র সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দ্য গ্রেট খালির বিজেপিতে যোগদান নিঃসন্দেহে দেশের অন্যান্যদের, বিশেষত তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।’’
[আরও পড়ুন: ‘বিজেপিকে ভোট না দিলে কাশ্মীর-বাংলার মতো হবে উত্তরপ্রদেশ’, ভোটের দিনই বিতর্কিত মন্তব্য যোগীর]
#WATCH Professional wrestler Dalip Singh Rana, also known as The Great Khali, joins BJP in Delhi pic.twitter.com/BmB7WbpZzx
— ANI (@ANI) February 10, 2022
হিমাচল প্রদেশের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ৪৯ বছরের দিলীপের দৈর্ঘ্য ৭ ফুট ১ ইঞ্চি। ওজন ৩৪৭ পাউন্ড অর্থা ১৫৭ কেজি! দীর্ঘদেহী ও বলশালী চেহারার খালির উত্থান যেন রূপকথারই মতো। তিনিই প্রথম ভারতীয় কুস্তিগির যিনি WWE প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ২০০৬ সালে তিনি প্রথমবার ওই প্রতিযোগিতায় নামেন। পরের বছর ২০০৭ সালে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হল বিশ্বসেরা কুস্তিগিরদের হারিয়ে।
সেই খ্যাতির আলো তাঁকে রুপোলি পর্দাতেও আবির্ভাবের সুযোগ করে দেয়। বেশ কয়েকটি হলিউডি ছবিতে অভিনয় করেন তিনি। হলই বা, অতিথি উপস্থিতি তাতেই সকলের মন জিতে নেন খালি। পরবর্তী সময়ে ‘বিগ বস’-এও অংশ নিতে দেখা যায় তাঁকে।
অবসর নেওয়ার পর রাজনীতির দিকেও ঝুঁকতে দেখা যায় এই কুস্তিগিরকে। প্রথম থেকেই বিজেপির প্রতিই তাঁর আনুগত্য ছিল। এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতে যাদবপুরেও এসেছিলেন তিনি। অবশেষে সরাসরিই বিজেপিতে যোগ দিলেন ‘দ্য গ্রেট খালি’।
[আরও পড়ুন: ‘আমাদের গুজরাটের গাধা বলত কংগ্রেস’, বিস্ফোরক প্রধানমন্ত্রী]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ