আইপিএল ট্রফি (Pic Courtesy – Twitter)
নয়াদিল্লি: অপেক্ষার আর মাত্র এক দিন। ১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে এ বারের মেগা নিলামের (IPL 2022 Auction) আসর। ১৩ ফেব্রুয়ারিও চলবে এই নিলাম। দুইদিন ব্যাপী নিলামে অংশ নিতে চলেছেন ৫৯০ জন ক্রিকেটার। ২০০৮ সালে প্রথম আত্মপ্রকাশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। দেখতে দেখতে ১৫তম সংস্করণের সামনে দাঁড়িয়ে আইপিএল (IPL)। ২০২২ সাল থেকে ৮ দলের বদলে ১০ দলের আইপিএল হবে। আসন্ন নিলামের আগে জেনে নিন এই ১০টি ফ্র্যাঞ্চাইজির মালিক কারা…
১) চেন্নাই সুপার কিংস – আইপিএলে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হেড কোচ হলেন স্টিফেন ফ্লেমিং। ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডের নামে এই দলের মালিকানা রয়েছে। এবং ওই কোম্পানিটি এন শ্রীনিবাসনের।
২) মুম্বই ইন্ডিয়ান্স – আইপিএলের সব থেকে সফল দল হল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এই দলের অধিনায়ক রোহিত শর্মা। হেড কোচ মাহেলা জয়বর্ধনে। ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানির স্ত্রী নীতি অম্বানি এই দলটির মালিক বলে জানা গিয়েছে। পাশাপাশি দলটির অফিসিয়াল স্বত্ব মুকেশ অম্বানির কোম্পানি রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজের কাছে রয়েছে।
৩) দিল্লি ক্যাপিটালস – ২০২০ সালের আইপিএলে রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই দলের অধিনায়ক হলেন ঋষভ পন্থ। হেড কোচের দায়িত্বে রয়েছেন রিকি পন্টিং। এই দলের মালিকানা রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপের কাছে। সজ্জন জিন্দাল হলেন JSW গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। আক গ্র্যান্ডি মল্লিকার্জুন রাও হলেন GMR গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
৪) কলকাতা নাইট রাইডার্স – দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর বলিউড অভিনেতা শাহরুখ খানের দল হিসেবে পরিচিত। শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক। আইপিএল ২০২২ নিলামে দল সাজানোর পাশাপাশি ভালো ক্যাপ্টেনের খোঁজেও রয়েছে নাইটরা। এই দলের হেড কোচ হলেন ব্র্যান্ডন ম্যাকালাম।
৫) পঞ্জাব কিংস – আইপিএল দল পঞ্জাব কিংস যৌথভাবে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার মালিকানাধীন। এই দু’জন ছাড়াও, ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মণ এবং অ্যাপিজে গ্রুপের করণ পালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব রয়েছে। এই দলও ক্যাপ্টেনের খোঁজে রয়েছে। পঞ্জাবের হেড কোচের দায়িত্বে রয়েছেন অনিল কুম্বলে।
৬) সানরাইজার্স হায়দরাবাদ – আইপিএলে এক বার ট্রফির স্বাদ পেয়েছে নিজামের শহরের দল। এর আগে ২০০৮ সালে ডেকান চার্জার্স দলটি গঠিত হয়েছিল, যা তখন ডেকান ক্রনিকল গ্রুপের মালিকানাধীন ছিল। ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে, সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এবং দলটির নাম পরিবর্তন করে হল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে হায়দরাবাদ দলটির মালিক হলেন কালনিথি মারান। এই দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। এবং কোচ হলেন টম মুডি।
৭) রাজস্থান রয়্যালস – আইপিএলের প্রথম মরসুমের বিজয়ী রাজস্থান রয়্যালসের মালিকানা অনেকের হাতে রয়েছে। ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স কর্পোরেশনের সিইও লাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা। এই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। এবং হেড কোচ ট্রেভর পিনে।
৮) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আনন্দ কৃপালুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন। ২০১৬ সালে এই দল ফাইনালে উঠেছিল। গত বছর আইপিএলের সময় বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, আসন্ন আইপিএল থেকে তিনি আরসিবির ক্যাপ্টেন হিসেবে খেলবেন না। ফলে এই দলও ভালো অধিনায়কের খোঁজে রয়েছে। এই দলের হেড কোচ সঞ্জয় ব্যাঙ্গার।
৯) লখনঔ সুপার জায়ান্টস – সঞ্জীব গোয়েঙ্কা লখনঔ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছিলেন ৭০৯০ কোটি টাকা দিয়ে। আইপিএলের এই নতুন দলটির নাম লখনঔ সুপার জায়ান্টস। এই দলের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। এবং হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
১০) গুজরাত টাইটান্স – আইপিএল ২০২২ এর দ্বিতীয় নতুন দল হল আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির। সিভিসি ক্যাপিটালস এই দলটি কিনেছে ৫৬২৫ কোটি টাকা খরচ করে। এই দলটির নাম রাখা হয়েছে গুজরাত টাইটান্স। দলের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এবং কোচের দায়িত্বে রয়েছেন আশিষ নেহরা।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা