Justin Gatlin: অবসর নিলেন উসেইন বোল্টের প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন


এক অধ্যায়ের অবসান। Pics Courtesy: Twitter

লস অ্যাঞ্জেলিস: একটা সময় উসেইন বোল্টের (Usain Bolt) অন্যতম সেরা প্রতিদ্বন্দী ধরা হতো তাঁকে। ২০০৪ সালের আথেন্স অলিম্পিকের (Olympic) ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ছিল ব্রোঞ্জ। সেই জাস্টিন গ্যাটলিন (Justin Gatlin) অবসর নিয়ে নিলেন ট্র‍্যাক থেকে। লম্বা ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেয়েছেন। বোল্ড আর তিনিই ছিলেন একটা সময় ট্রাক এন্ড ফিল্ডের অন্যতম সেরা স্প্রিন্টার। গত কয়েক বছর ধরেই চোটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না। যদিও বয়স হয়েছিল ৪০। আর তাই ট্রাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। টোকিও অলিম্পিকে নেমে সেখান থেকে অবসর নেওয়ার ভাবনা ছিল তাঁর। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য সম্ভব হয়নি। প্রায় আলী নামতে পারেননি জাস্টিন গ্যাটলিন। অবসরের দিনেও সেই দুঃখ ভোলেননি তিনি।

বোল্ড বনাম গ্যাটলিন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। দুরন্ত ছন্দে থাকা জামাইকান স্পিডস্টার কে শেষ পর্যন্ত আর হারানো সম্ভব হয়নি গ্যাটলিনের। বোল্ট সোনাই জিতেছিলেন। রুপো পেয়েছিলেন ইউহান ব্লেক। ব্রোঞ্জে থামতে হয়েছিল গ্যাটলিনকে। ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championship) বোল্টকে হারানোর স্বপ্ন অবশেষে পূরণ হয়েছিল গ্যাটলিনের। সে বার সোনা জিতেছিলেন তিনিই। আমেরিকান (America) অ্যাথলিটের কেরিয়ারে অবশ্য সাফল্য কম নেই। ২০০৫ সালে হেলসিঙ্কি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে সোনা পেয়েছিলেন।

ইনস্টাগ্রাম পোস্টে ‘ডিয়ার ট্র‍্যাক’ নামে এক খোলা চিঠি লিখেছেন মার্কিন অ্যাথলিট। তাতে লিখেছেন, ‘ট্র‍্যাক, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি। তুমি কখনও আমায় কাঁদিয়েছ, কখনও আনন্দ দিয়েছ। যে শিক্ষা তোমার কাছ থেকে পেয়েছি, তা কখনঅ ভুলব না। তোমার আলো হয়তো চলে গেল, কিন্তু তুমি কখনঅ ঝাপসা হবে না আমার কাছে। অন ইয়োর মার্ক, গেট সেট… গন।’

২০১৯ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন গ্যাটলিন। কিন্তু তেমন কিছু করতে পারেননি। তবে ১০০ মিটার রিলেতে সোনাজয়ী টিমের সদস্য ছিলেন। জ্যাকলিনের ক্যারিয়ারে বিতর্কও কম ছিল না। ২০০১ সালে নিষিদ্ধ ওষুধ নিয়ে ধরা পড়েছিলেন। পাঁচ বছর পর আবার ডোপিংয়ের দায়ে ধরা পড়েন আমেরিকান অ্যাথলিট। সাফল্য থাকলেও তাই তিনি কখনও বোল্টের জায়গায় উঠতে পারেননি। যে কারণে ২০১৭ সালে বোল্টকে হারানোর পর গ্যাটলিনকে বলে শোনা গিয়েছিল, ‘যে কোনও খারাপ কাজের জন্য ক্ষমা চাইছি।’

আরও পাড়ুন : Breaking: মনিকার অভিযোগ‌: ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত সৌম্যদীপ, টিটিএফআইয়ের কার্যকরী সমিতি ছ’মাস সাসপেন্ড



Leave a Reply