সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদমাধ্যম। বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে সমালোচনা এখন সর্বত্র। আসলে টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন অধিনায়কের ফর্ম একেবারেই ভাল যাচ্ছে না। কেউ বলছেন, বিরাট আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। কেউ আবার বলছেন, মনঃসংযোগ করতে পারছেন না। ভারতীয় ক্রিকেট মহলে এখন রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোহলির ফর্ম। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা বলছেন, কিং কোহলির ফর্ম নিয়ে তিনি একেবারেই ভাবিত নন। টিম ম্যানেজমেন্টও বিরাটের ফর্ম নিয়ে চিন্তায় নেই।
ঘরের মাঠে রোহিতের ভারত ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) চুনকাম করলেও কোহলি একেবারেই ফর্মে নেই। তিনটি ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন। বস্তুত, কোহলির এই ব্যর্থতা ধারাবাহিক। প্রায় আড়াই বছর তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে অর্ধশতরান করলেও, যে ছন্দে বিরাটকে দেখতে অভ্যস্ত ক্রিকেট মহল, সেই ফর্মের ধারেকাছে নেই তিনি। অবশ্যম্ভাবী ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি অধিনায়কত্ব ছাড়ার পর আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন কোহলি? প্রশ্ন শুনে হেসে উঠলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশে প্রথম দফায় ভোটের হার ২০১৭ নির্বাচনের থেকে কম, তবু কেন চিন্তায় বিজেপি?]
বিরাট প্রসঙ্গে রোহিতের বক্তব্য, “বিরাটের আত্মবিশ্বাস প্রয়োজন? কী যে বলেন (হেসে)? আমার মনে হয় সেঞ্চুরি না পাওয়াটা আলাদা ব্যাপার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও সিরিজ খেলেছে এবং জোড়া হাফসেঞ্চুরি করেছে। আমি তো ওর খেলায় ভুল কিছু দেখছি না। আর টিম ম্যানেজমেন্টও ওকে নিয়ে একেবারেই চিন্তিত নয়। আমরা শুধু চিন্তায় ছিলাম আমাদের মিডল অর্ডার কীভাবে খেলে সেটা নিয়ে। আর আমার মনে হয় এই সিরিজে আমাদের মিডল অর্ডার বেশ ভাল খেলেছে।”
[আরও পড়ুন: ‘এটাকে ন্যাশনাল ইস্যু বানাবেন না’, হিজাব বিতর্কে জরুরি শুনানির আরজি খারিজ সুপ্রিম কোর্টে]
বস্তুত, বিরাট-রোহিতের সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে কম লেখালেখি হয়নি। কিন্তু সেসব যে অর্থহীন তা চলতি সিরিজে দুই তারকাকে দেখেই বোঝা গিয়েছে। অধিনায়কত্ব ছাড়লেও বিরাট যেভাবে রোহিতকে সাহায্য করছেন, যেভাবে বোলারদের উৎসাহ দিচ্ছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, দুই তারকার রসায়ন এখনও অটুট। আবার রোহিতও এদিন বুঝিয়ে দিলেন কঠিন সময়ে সতীর্থের পাশেই তিনি আছেন।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ