Faf Du Plessis, IPL 2022 Auction: ডুপ্লেসিকে ৭ কোটি টাকায় কিনল আরসিবি


ফাফ দু’প্লেসি (ছবি-টুইটার)

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) ফাফ ডুপ্লেসিকে (Faf Du Plessis)  ৭ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (Royal Challengers Bangalore)। ডুপ্লেসিকে দলে নেওয়ার লড়াইয়ে প্রথমে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংস। সিএসকের হয়ে অতীতে দুরন্ত সাফল্য রয়েছে প্রোটিয়া ওপেনারের। ডুপ্লেসিকে নিতে নিলামের আসরে ঢুকে পড়ে দিল্লি ক্যাপিটালস। ৫.২৫ কোটি টাকাতেও এগিয়ে ছিল দিল্লি। কিন্তু এরপরই আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আর তারপরই বাজিমাত। ৭ কোটি টাকায় তাঁকে দলে নিল আরসিবি। ডুপ্লেসির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। শুরুতে দায়িত্ব নিয়ে ইনিংস তৈরি করার ক্ষেত্রে ডুপ্লেসির মতো বিকল্প ক্রিকেটার পাওয়া মুসকিল। প্রোটিয়া ব্যাটারকে দলে নিয়ে ইনিংসের ভিত গড়ার কাজটা মজবুত করল আরসিবি।

গত কয়েক বছর চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত খেলেন ডুপ্লেসি। ১০০ ম্যাচে ২৯৩৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৪.৯৪। ২২টা হাফসেঞ্চুরি রয়েছে ডুপ্লেসির। সিএসকের হয়ে শুরুতে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেন। ২০১৩ সালে ১৩ ম্যাচে ৩৯৮ রান করেন। সিএসকে দু’বছর নির্বাসিত থাকার পর ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেন তিনি। তবে ২০১৮ আইপিএল নিলামে ফিরে এসে ফের ডুপ্লেসিকে দলে নেয় চেন্নাই।

শেষ ৩ বছর প্রোটিয়া ব্যাটার ঝড় বইয়ে দিয়েছেন আইপিএলে। ২০১৯ সালে ৩৯৬, ২০২০ সালে ৪৪৯ আর ২০২১ সালে ৬৩৩ রান করেন ডুপ্লেসি। আরসিবি তাঁকে দলে নেওয়ায় ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়ে গেল বিরাট কোহলিদের দলে। আইপিএলে আরসিবির হয়ে ওপেনিং করেন বিরাট। সেক্ষেত্রে বিরাটের সঙ্গী হবেন ডুপ্লেসি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলও আছেন আরসিবিতে। নিলামের আসরে আরসিবির কাছে ডুপ্লেসি নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।

আরও পড়ুন: Mohammed Shami, IPL 2022 Auction: মহম্মদ সামিকে ৬.২৫ কোটি টাকায় কিনল গুজরাত টাইটান্স



Leave a Reply