IPL Auction 2022 LIVE: বেঙ্গালুরুতে শুরু আইপিএলের মেগা নিলাম, ৮.২৫ কোটিতে পাঞ্জাবে ধাওয়ান


আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম পর্ব শুরু বেঙ্গালুরুতে। উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের শীর্ষ কর্তারা। মোট ৬০০ জন ক্রিকেটার আগামী দু’দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। এর মধ্যে দল পেতে পারেন সর্বোচ্চ ২১৭ জন। ১০টি দল কোটি কোটি টাকা নিয়ে অপেক্ষায়। আইপিএল নিলামের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন। 

দুপুর ১২টা ১৮ মিনিট: অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস। প্যাট কামিন্সের জন্য ঝাঁপাল নাইটরা। 

দুপুর ১২টা ১৪ মিনিট: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় শিখর ধাওয়ানকে কিনে নিল পাঞ্জাব কিংস। অশ্বিনকে নিয়ে দড়ি টানাটানি।   

দুপুর ১২টা:  আইপিএল কমিশনার নিরঞ্জন শাহর ভাষণ দিয়ে শুরু হল নিলাম পর্ব।

সকাল ১১টা ৪৫ মিনিট: নিলাম কক্ষে এলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ডের অন্যান্য আধিকারিকরা। 

সকাল ১১টা ৩০ মিনিট: নিলাম পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। কোভিড বিধি মেনেই নিলাম পর্বে অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। 

সকাল ১১টা : শেষ মুহূর্তে নিলামের তালিকায় যোগ হয়েছেন ১০ জন অনূর্ধ্ব-১৯ তারকা। ফলে মোট ৫০০ জনের ভাগ্য পরীক্ষা হবে।



Leave a Reply