আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম পর্ব শুরু বেঙ্গালুরুতে। উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের শীর্ষ কর্তারা। মোট ৬০০ জন ক্রিকেটার আগামী দু’দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। এর মধ্যে দল পেতে পারেন সর্বোচ্চ ২১৭ জন। ১০টি দল কোটি কোটি টাকা নিয়ে অপেক্ষায়। আইপিএল নিলামের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।
দুপুর ১২টা ৪০ মিনিট: অল্পের জন্য মহম্মদ শামি হাতছাড়া নাইটদের। ৬.২৬ কোটিতে তাঁকে কিনল গুজরাট টাইটানস।
দুপুর ১২টা ৩৫ মিনিট: সম্ভবত পরবর্তী মরশুমের অধিনায়ক পেয়ে গেল কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনল নাইটরা।
দুপুর ১২টা ৩০ মিনিট: অনেক দড়ি টানাটানির পর আরসিবিকে পরাস্ত করে ট্রেন্ট বোল্টকে কিনল রাজস্থান রয়্যালস। বোল্ট পেলেন ৮ কোটি টাকা।
দুপুর ১২টা ২৫ মিনিট: পাঞ্জাব কিংস কাগিসো রাবাদাকে কিনে নিল ৯ কোটি ২৫ লক্ষ টাকায়।
Kagiso Rabada is SOLD to @PunjabKingsIPL for INR 9.25 Crores #TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ২৩ মিনিট: একবছর আগে কেকেআরের ইতিহাসের সর্বোচ্চ দর পেয়েছিলেন প্যাট কামিন্স। এবার সেই কামিন্সকেই ৭ কোটি ২৫ লক্ষ টাকায় ফেরাল নাইটরা।
HE IS BACK with @KKRiders – Congratulations to @patcummins30 pic.twitter.com/8NUbHvPN3O
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ১৮ মিনিট: অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়্যালস। প্যাট কামিন্সের জন্য ঝাঁপাল নাইটরা।
.@ashwinravi99 is SOLD to @rajasthanroyals for INR 5 Crores#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা ১৪ মিনিট: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় শিখর ধাওয়ানকে কিনে নিল পাঞ্জাব কিংস। অশ্বিনকে নিয়ে দড়ি টানাটানি।
After some fierce bidding, Shikhar Dhawan is SOLD to @PunjabKingsIPL for INR 8.25 Crores#TATAIPLAuction @TataCompanies
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
দুপুর ১২টা: আইপিএল কমিশনার নিরঞ্জন শাহর ভাষণ দিয়ে শুরু হল নিলাম পর্ব।
সকাল ১১টা ৪৫ মিনিট: নিলাম কক্ষে এলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ডের অন্যান্য আধিকারিকরা।
সকাল ১১টা ৩০ মিনিট: নিলাম পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। কোভিড বিধি মেনেই নিলাম পর্বে অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি।
সকাল ১১টা : শেষ মুহূর্তে নিলামের তালিকায় যোগ হয়েছেন ১০ জন অনূর্ধ্ব-১৯ তারকা। ফলে মোট ৫০০ জনের ভাগ্য পরীক্ষা হবে।
Excitement Levels Going
How excited are you to witness your favourite team in #TATAIPLAuction 2022
Drop a comment below & let us know pic.twitter.com/zK8TskqlxX
— IndianPremierLeague (@IPL) February 12, 2022