রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বেঙ্গালুরু: আইপিএলের মেগা নিলামে (IPL 2022 Auction) প্রথম দিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) খানিকটা দল গোছাল। এ বারের রিটেনশনে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে ধরে রেখেছিল ব্যাঙ্গালোর। প্রথম দিন নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজকের নিলাম থেকে প্রথম প্লেয়ার হিসেবে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে ৭ কোটি টাকায় কিনেছে আরসিবি। এরপর আরসিবি নেয় তাদের পুরনো তারকা হর্ষল প্যাটেলকে। গতবারে আরসিবির হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন হর্ষল। ১০.৭৫ কোটি টাকায় ব্যাঙ্গালোরে কামব্যাক হল হর্ষলের। এর পরই ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রীলঙ্কান ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গারও ফিরলেন দলে। পাশাপাশি অভিজ্ঞ ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের ৭ বছর পর কামব্যাক হল আরসিবিতে। মোট ৯জন ক্রিকেটারকে আজ কিনল আরসিবি।
১০.৭৫ কোটি টাকায় ভারতীয় তারকা বোলার হর্ষল প্যাটেলকে (Harshal Patel) ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরসুমে আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারী বোলার ছিলেন হর্ষল। ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন হর্ষল। এখনও পর্যন্ত ৬৩টি আইপিএল ম্যাচে ৭৮টি উইকেট নিয়েছেন হর্ষল। নিলামের শুরুতে হর্ষলকে পাওয়ার জন্য লড়াই ছিল আরসিবি আর চেন্নাইয়ের। সেটাই এক সময় হয়ে যায় আরসিবি বনাম হায়দরাবাদ। আইপিএলের সেরা বোলার টিমে থাকলে বোলিং নিয়ে ভাবনা কমে।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 pic.twitter.com/AIuJyQgewa
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
চেন্নাইয়ের সঙ্গে নিলাম টেবলে বিডিংয়ে লড়াই চলেছে আরসিবির। প্রোটিয়া তারকা ক্রিকেটার দু’প্লেসিকে ৭ কোটি টাকায় কিনে নিয়েছে আরসিবি। গত মরসুমে চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন দু’প্লেসি।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 #IPLAuction pic.twitter.com/U1rOkaTnAB
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
১০.৭৫ কোটি টাকায় শ্রীলঙ্কান তারকা স্পিনার ভানিন্দু হাসারঙ্গাকে (Wanindu Hasaranga) ধরে রেখেছে আরসিবি। ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্বে বিরাটদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাসারঙ্গা।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 #IPLAuction pic.twitter.com/AJJfJgSJJN
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
৭ বছর পর আরসিবিতে কামব্যাক হল দীনেশ কার্তিকের। একজন ভালো উইকেটকিপার-ব্যাটারের খোঁজে ছিল বিরাটের দল। চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল আরসিবি।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 pic.twitter.com/qkIbJ89ekb
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
দিল্লি, লখনউ বিড করা শুরু করে জস হ্যাজেলউডের ওপর। মাঝখানে মুম্বইও ঝাঁপায় তাঁর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হ্যাজেলউডকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 pic.twitter.com/QHefRk69N1
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
বাংলার দলে খেলা অলরাউন্ডার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। গত বার আরসিবির হয়ে খেলেছিলেন শাহবাজ। এ বারের নিলাম থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে ব্যাঙ্গালোর।
#PlayBold #WeAreChallengers #IPLMegaAuction #IPL2022 pic.twitter.com/BUVnGYKjQ8
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 12, 2022
উইকেট কিপিংয়ে দীনেশ কার্তিকের বিকল্প তুলে নিল আরসিবি। ২০ লাখ বেস প্রাইস ছিল অনুজের। আজকের নিলামে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় আনক্যাপড অনুজ রাওয়াতকে কিনে নিল আরসিবি।
২০ লাখ বেস প্রাইসে কেএম আসিফকে এবং আকাশদীপকেও কিনেছে আরসিবি।
আরও পড়ুন: IPL 2022 Auction Unsold Players: প্রথম দিনের নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত