নজর রাখুন আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের লাইভ আপডেটে
বেঙ্গালুরু: গতকালের মতো আজও সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়ার দিকে। এ বারের আইপিএল নিলামটি (IPL 2022 Auction LIVE) বিভিন্ন দিক থেকে বিশেষ হতে চলেছে। কারণ এই নিলামের ওপর ভিত্তি করেই আগামী কয়েক বছরের জন্য দলগুলির রূপরেখা প্রস্তুত করবে। এ বার পুরনো আটটি দলের পাশাপাশি নতুন দুটি দলও নিলামে অংশ নেবে। আমেদাবাদের দল গুজরাত টাইটান্স এবং লখনউয়ের দল লখনউ সুপার জায়ান্টস প্রথম বারের মতো নিলামে অংশ নেবে। এই পরিস্থিতিতে এ বারের নিলাম খুবই আকর্ষণীয় হতে চলেছে। নিলামের প্রথম দিন ৭৪ জন প্লেয়ারকে কিনেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ১২-১৩ ফেব্রুয়ারি, দু’দিন ধরে বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে, দলগুলি তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে (IPL Player Retention) এবং এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাকি থাকা টাকা নিয়ে দল সম্পূর্ণ করতে নামবে।
দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে ৫৯০ জন প্লেয়ার উপস্থিত থাকবেন। নিলামটি মার্কি প্লেয়ারদের দিয়ে শুরু হবে এবং তারপর একে একে অন্যান্য প্লেয়ারদের নিলাম হবে। দুই দিনব্যাপী নিলামে ৫৯০ ক্রিকেটারের ভাগ্য চূড়ান্ত হবে। তার মধ্যে রয়েছেন ৩৭০ জন ভারতীয়। বাকি ২২০ জন বিদেশি। মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস হল ২কোটি টাকা। তার মধ্যে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রিকেটার। মোট ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২২৮ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার। বাকি ৩৫৫ জন আনক্যাপড ক্রিকেটার। ৭ ক্রিকেটার অ্যাসোসিয়েট নেশনসের।
LIVE NEWS & UPDATES
-
13 Feb 2022 10:50 AM (IST)
IPL Auction 2022 Updates: ইয়েলোব্রিগেডের পার্সে রয়েছে কত টাকা?
দ্বিতীয় দিন ২০.৬৫ কোটি নিয়ে নিলামে বাকি দল সাজানোর জন্য নেমে পড়বে মাহির দল।
-
13 Feb 2022 10:41 AM (IST)
IPL Auction 2022 Updates: হায়দরাবাদের ঝুলিতে দ্বিতীয় দিনের জন্য রয়েছে কত টাকা?
দ্বিতীয় দিন ২০.১৫ কোটি নিয়ে নিলামে ঝাঁপাবে অরেঞ্জ আর্মি।
Rs. 20.15cr in the ? ➕? locked for day 2@TomMoodyCricket is looking forward to the final day of the #IPLAuction ?#ReadyToRise #OrangeArmy pic.twitter.com/lm247zAl3F
— SunRisers Hyderabad (@SunRisers) February 13, 2022
-
13 Feb 2022 10:35 AM (IST)
IPL Auction 2022 Updates: নিলামের প্রথম দিন সব থেকে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ারদের তালিকা
নিলামের প্রথম দিন সব থেকে বেশি দামে বিক্রি হওয়া প্লেয়ারদের তালিকা
End of Day 1⃣ at the #TATAIPLAuction saw players going for some huge amounts ??
Day 2⃣ promises to be yet another exciting one ??
Join us tomorrow for an action packed day ?@TataCompanies pic.twitter.com/DyV8lIHssc
— IndianPremierLeague (@IPL) February 12, 2022