IPL Auction 2022: শেষবেলায় মহম্মদ নবি-উমেশ যাদবকে নিল KKR, অবিক্রিতই থাকলেন সুরেশ রায়না


প্রথম দিনের মতো আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনেও থাকছে বেশ কিছু বড় নাম। আজ মোট ১৪৩ জন তারকাকে নিলামে তোলা হবে। মোট ১৭৩ কোটি খরচ করতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশ কিছু নামী-অনামী তারকাকে নিয়ে টানাটানি হতে পারে আজও। রইল আইপিএল নিলামের (IPL Auction) দ্বিতীয় দিনের  আপডেট।

রাত ৯ টা ০৫ মিনিট: শেষ হল মেগা আইপিএলের নিলাম।

রাত ৯টা ০৪ মিনিট: অমন খানকে ২০ লক্ষে নিল কেকেআর। 

রাত ৯টা: অবশেষে দল পেলেন জেমস নিশামও। দেড় কোটিতে রাজস্থান দল কিনল তাঁকে। দক্ষিণ আফ্রিকার ভ্যান ডুসেনকে এক কোটিতে পেয়ে গেল রাজস্থান। তবে শেষ দফাতেও অবিক্রিত রয়ে গেলেন ইশান্ত শর্মা।

রাত ৮টা ৫৫ মিনিট: আফগান তারকা মহম্মদ নবিকে ১ কোটি এবং ভারতীয় পেসার উমেশ যাদবকে ২ কোটি দিয়ে শেষ বেলায় তুলে নিল কেকেআর। 

রাত ৮টা ৫০: এবারের মতো সঞ্চালক হিসেবে সফর শেষ চারু শর্মার। ফের আইপিএলের পরিচালনায় ফিরলেন হিউ এডমেডাস।

রাত ৮টা ২২ মিনিট: বাবার দলেই শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। ৩০ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে।

রাত ৮টা ১২ মিনিট: কেকেআরে ২০ লক্ষ টাকায় ঢুকে পড়লেন কমেশ কুমার। ৫০ লক্ষ দিয়ে ভারতীয় বোলার বরুণ অ্যারণকে নিল গুজরাট টাইটান্স।

রাত ৮টা ০৬ মিনিট: ন্যূনতম দাম দেড় কোটি দিয়ে কিউয়ি পেসার টিম সাউদিকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

সন্ধে ৭টা ৫০ মিনিট: ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে দেড় কোটি দিয়ে কিনল কেকেআর। কর্ণাটকের ক্রিকেটার করুণ নায়ারকে ১কোটি ৪০ লক্ষের বিনিময়ে নিল রাজস্থান।

সন্ধে ৭টা ৪৪ মিনিট: দক্ষিণ আফ্রিকার তারকা বোলার এনগিডিকে ৫০ লক্ষ টাকায় পেয়ে গেল দিল্লি ক্যাপিটালস। এদিকে করণ শর্মাকে ৫০ লক্ষে পেল আরসিবি।

সন্ধে ৭টা ৪০ মিনিট: দ্বিতীয় দিনের শেষ দিকে অজি উইকেটকিপার ম্যাথিউ ওয়েডকে ২ কোটি ৪০ লক্ষে তুলে নিল গুজরাট। তবে দল পেলেন না গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক জেমস নিশাম এবং ক্যারিবিয়ান তারকা শেলডন কর্টরেল।

সন্ধে ৭টা ৩০ মিনিট: প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় তথায় দল পেলেন ঋদ্ধিমান সাহা। চেন্নাইয়ের সঙ্গে দড়ি টানাটানির পর ভারতীয় উইকেটকিপারকে গুজরাট টাইটান্স নিল ১ কোটি ৯০ লক্ষ টাকায়। তবে দ্বিতীয় পর্বেও কোনও ফ্র্য়াঞ্চাইজি কিনল না ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়নাকে। অর্থাৎ আসন্ন আইপিএলে দেখা যাবে না রায়নাকে। অবিক্রিত থেকে গেলেন উমেশ যাদবও।

সন্ধে ৭টা ২৫ মিনিট: দল পেলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ৩ কোটি টাকায় তাঁকে নিল গুজরাট টাইটান্স। 

সন্ধে ৬টা ১৪মিনিট: অশোক শর্মাকে ৫৫ লক্ষ টাকা দিয়ে কিনল নাইট শিবির।

সন্ধে ৬টা ০১ মিনিট: তরুণ অভিজিৎ তোমারকে ৪০ লক্ষের বিনিময়ে পেল কেকেআর। পাশাপাশি প্রথম সিং এবং বাবা ইন্দ্রজিৎকে ২০ লক্ষে তুলে নিল কিং খানের দল।

বিকেল ৫টা ৫০মিনিট: অজি পেসার শিন অ্যাবট এবার খেলবেন হায়দরাবাদের জার্সিতে। ২ কোটি ৪০ লক্ষ দিয়ে তাঁকে কিনল দল।

বিকেল ৫টা ৩৩মিনিট: প্রথম দফায় দল পেলেন না নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপ্তিল। অবিক্রিত রয়ে গেলেন ধাওয়াল কুলকর্নি, কেন রিচার্জসন, পবন নেগি।

বিকেল ৫টা ১৫ মিনিট: জম্মু ও কাশ্মীরের তরুণ বোলার রশিক দারকে ২০ লাখে তুলে নিল কেকেআর।

বিকেল ৫টা ৮ মিনিট: তরুণ ফাস্ট বোলার বৈভব আরোরাকে দু’কোটি টাকায় তুলে নিল পাঞ্জাব কিংস।

বিকাল ৪টে ৩২ মিনিট: চমক দিলেন ক্যারিবিয়ান বোলার রোমারিও শেফার্ড। ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনল রাজস্থান রয়্যালস। 

বিকাল ৪টে ১৫ মিনিট: ৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনে নিল হোফ্রা আর্চারকে। যদিও এই মরশুমে তাঁর খেলা নিয়ে সংশয় আছে।  

দুপুর ৩টে ৩৮ মিনিট: আরেক অনূর্ধ্ব-১৯ তারকা রাজবর্ধন হাঙ্গারগেকারও হয়ে গেলেন কোটিপতি। দেড় কোটি টাকায় তাঁকে কিনে নিল চেন্নাই সুপার কিংস।  

দুপুর সাড়ে তিনটে: কোটিপতি হয়ে গেলেন অনূর্ধ্ব-১৯ তারকা অল-রাউন্ডার রাজ বাওয়া। দু’কোটি টাকায় তাঁকে কিনে নিল পাঞ্জাব কিংস। 

দুপুর ৩টে ২০ মিনিট: ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অনুকুল রায়কে ২০ লক্ষ টাকা দিয়ে কিনল কেকেআর।  

দুপুর ৩টো ১৫ মিনিট: দল পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী অধিনায়ক যশ ধূল। ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপইটালস। 

দুপুর ২টো ১৫ মিনিট: রিঙ্কু সিংকে ৫৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর। নিলামে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও শেষবেলায় রিঙ্কুর জন্য ঝাঁপায় নাইটরা। লখনউও রিঙ্কুর জন্য বিড করেছিল। কিন্তু অনেকটা মরিয়াভাবেই তাঁকে দলে নিয়ে নিল কেকেআর। 

দুপুর ২টো ৭মিনিট: ভারতীয় বোলার জয়দেব উনাদকাটকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে ২ কোটি ৬০ লক্ষের বিনিময়ে রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন নবদীপ সাইনি।

দুপুর ২টো: প্রথম পর্বে দল পেলেন না প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলা। অবিক্রিত থেকে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিও।

দুপুর ১টা ৫০ মিনিট: চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি। ৫০ লক্ষ টাকায় সন্দীপ শর্মা গেলেন দিল্লিতে। 

দুপুর দেড়টা: বাঁহাতি পেসার খলিল আহমেদকে ৫ কোটি ৩৫ লক্ষ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস। 

দুপুর ১টা ২৫ মিনিট: ইশান্ত শর্মা দল পেলেন না। খলিল আহমেদকে নিয়ে টানাটানি মুম্বই এবং দিল্লির। 
দুপুর ১টা ১০ মিনিট:
অল-রাউন্ডার শিবম দুবেকে ৪ কোটি টাকা দিয়ে কিনে নিল ধোনির চেন্নাই। 

দুপুর ১টা: প্রটিয়া অল-রাউন্ডার মার্কো জ্যানসনকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। 

দুপুর ১২টা ৫৬ মিনিট: ফের চমক দিল পাঞ্জাব কিংস। ওয়েস্ট ইন্ডিজের মারমুখি অল-রাউন্ডের ওডে স্মিথকে ৬ কোটি টাকায় কিনে নিল প্রীতির দল।   

দুপুর ১২টা ৪৫ মিনিট: ১ কোটি ৪০ লক্ষ টাকায় অল-রাউন্ডার বিজয় শংকরকেও কিনে নিল গুজরাট। 

দুপুর ১২টা ৪০ মিনিট: দল পেলেন না টি-২০ বিশ্বকাপের নায়ক নিশাম। জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় কিনল গুজরাট।  

দুপুর ১২টা ৩০ মিনিট: দ্বিতীয় দিনের শুরুতেই চমক দিলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তাঁর জন্য ঝাঁপিয়েছিল কেকেআরও। কিন্তু শেষপর্যন্ত সাড়ে ১১ কোটিতে তাঁকে কিনে নেয় পাঞ্জাব কিংস। 

দুপুর ১২টা ১৫ মিনিট: দল পেলেন না অ্যারন ফিঞ্চ, সৌরভ তিওয়ারি, চেতেশ্বর পূজারাও।

দুপুর ১২টা ১৫ মিনিট: অবিক্রিত থেকে গেলেন মর্গ্যান, ডেভিড মালানরা। দল পেলেন না অস্ট্রেলিয়ার লাবুশানে।

দুপুর ১২টা ১২ মিনিট: বেস প্রাইস ১ কোটি টাকায় রাহানেকে দলে নিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে পারেন তিনি।

দুপুর ১২টা ১০ মিনিট: মার্করামকে ২.৬ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

দুপুর ১২টা: এইডেন মার্করামকে দিয়ে শুরু দ্বিতীয় দিনের নিলাম। দক্ষিণ আফ্রিকার তারকাকে নিয়ে দড়ি টানাটানি পাঞ্জাব এবং হায়দরাবাদের।  

সকাল ১১টা ৫০ মিনিট: দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের নিলামেও বেশ কিছু বড় নাম থাকছেন। গতবারের নাইটদের অধিনায়ক মরগ্যান, দুর্দান্ত ফর্মে থাকা লিয়াম লিভিংস্টোন, মার্করাম, ভ্যান ডার ডুসেনরা থাকছেন। থাকছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইসদের মতো ওপেনাররা। ভারতীয়দের মধ্যেও রাহানে, পূজারা, মনন ভোরা, কেদার যাদব, উনাদকাট, বিজয় শংকর, শিবম দুবে, কৃষ্ণাপ্পা গৌতম, ইশান্ত শর্মা, নবদীপ সাইনি, শ্রীসন্থরা। এঁদের পাশাপাশি যারা প্রথমদিন অবিক্রিত থেকে গিয়েছেন, তাঁদেরও কেনা যেতে পারে।

সকাল ১১টা ৪০ মিনিট: নিলামে নামার আগে সবচেয়ে ধনী পাঞ্জাব কিংস। সবচেয়ে কম টাকা আছে লখনউয়ের কাছে। দেখে নেওয়া যাক, দ্বিতীয় দিন কত টাকা নিয়ে নামছে দলগুলি। 

পাঞ্জাব কিংস- ২৮.৬৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ২৭.৮৫ কোটি
চেন্নাই সুপার কিংস- ২০.৪৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ২০.১৫ কোটি
গুজরাট টাইটান্স- ১৮.৮৫ কোটি
দিল্লি ক্যাপিটালস- ১৬.৫০ কোটি
রাজস্থান রয়্যালস- ১২.১৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৯.২৫ কোটি
লখনউ সুপার জায়ান্ট- ৬.৯০ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ১২.৬৫ কোটি  

সকাল ১১টা ৩০ মিনিট: সুস্থ হিউ এডমিডাস। তবে আজও চারু শর্মাই নিলামে অংশ নেবেন বলে সূত্রের দাবি। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply