প্রথম দিনের মতো আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনেও থাকছে বেশ কিছু বড় নাম। আজ মোট ১৪৩ জন তারকাকে নিলামে তোলা হবে। মোট ১৭৩ কোটি খরচ করতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশ কিছু নামী-অনামী তারকাকে নিয়ে টানাটানি হতে পারে আজও। রইল আইপিএল নিলামের (IPL Auction) দ্বিতীয় দিনের প্রতি মুহূর্তের আপডেট।
সকাল ১১টা ৫০ মিনিট: দ্বিতীয় দিনের দ্বিতীয় দিনের নিলামেও বেশ কিছু বড় নাম থাকছেন। গতবারের নাইটদের অধিনায়ক মরগ্যান, দুর্দান্ত ফর্মে থাকা লিয়াম লিভিংস্টোন, মার্করাম, ভ্যান ডার ডুসেনরা থাকছেন। থাকছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইসদের মতো ওপেনাররা। ভারতীয়দের মধ্যেও রাহানে, পূজারা, মনন ভোরা, কেদার যাদব, উনাদকাট, বিজয় শংকর, শিবম দুবে, কৃষ্ণাপ্পা গৌতম, ইশান্ত শর্মা, নবদীপ সাইনি, শ্রীসন্থরা। এঁদের পাশাপাশি যারা প্রথমদিন অবিক্রিত থেকে গিয়েছেন, তাঁদেরও কেনা যেতে পারে।
সকাল ১১টা ৪০ মিনিট: নিলামে নামার আগে সবচেয়ে ধনী পাঞ্জাব কিংস। সবচেয়ে কম টাকা আছে লখনউয়ের কাছে। দেখে নেওয়া যাক, দ্বিতীয় দিন কত টাকা নিয়ে নামছে দলগুলি।
পাঞ্জাব কিংস- ২৮.৬৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ২৭.৮৫ কোটি
চেন্নাই সুপার কিংস- ২০.৪৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ২০.১৫ কোটি
গুজরাট টাইটান্স- ১৮.৮৫ কোটি
দিল্লি ক্যাপিটালস- ১৬.৫০ কোটি
রাজস্থান রয়্যালস- ১২.১৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৯.২৫ কোটি
লখনউ সুপার জায়ান্ট- ৬.৯০ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ১২.৬৫ কোটি
সকাল ১১টা ৩০ মিনিট: সুস্থ হিউ এডমিডাস। তবে আজও চারু শর্মাই নিলামে অংশ নেবেন বলে সূত্রের দাবি।
Hello Teams – Time to put your thinking caps on for Day 2⃣
What do you have in store for us today? ??#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/WeiCrvzYr0
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ