ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে বসেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দেখতে পাবেন দর্শকরা


Published by: Sulaya Singha |    Posted: February 16, 2022 2:05 pm|    Updated: February 16, 2022 2:05 pm

আলাপন সাহা: ইডেনের গেট খুলে যাক দর্শকদের জন্য। রাজ্যে করোনার বাধানিষেধ শিথিল হওয়ার পর থেকেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলার ক্রিকেট সংস্থা। অবশেষে এল সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতদের তৃতীয় টি-টোয়েন্টি ইডেনের গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।

নতুন বছরের গোড়াতেই দেশজুড়ে দাপট দেখাতে শুরু করেছিল করোনা। এমন পরিস্থিতিতে একাধিক শহরে গিয়ে ম্যাচ খেলা ক্রিকেটারদের ঝুঁকিপূর্ণ হত। সে কথা ভেবেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য আহমেদাবাদ এবং টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল কলকাতাকে। প্রথমে ঠিক ছিল ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও হবে দর্শকশূন্য ইডেনেই। কিন্তু বাংলায় কোভিডবিধি শিথিল হওয়ার পর ভারতীয় বোর্ডের কাছে মাঠে দর্শক ফেরানোর অনুরোধ জানায় সিএবি। প্রথমে তা খারিজ করে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। তবে হাল ছাড়েননি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। পরবর্তীতে ফের অনুরোধ করেন, অন্তত তৃতীয় ম্যাচেও যেন দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি মিস! মেসির লজ্জার রেকর্ড গড়ার ১ মিনিট পরই গোল রোনাল্ডোর]

আসলে দীর্ঘদিন পর ইডেনে ফিরেছে ক্রিকেট। রাজ্যে ভাইরাসের সংক্রমণও এখন নিয়ন্ত্রণে। তাই অভিষেক চাইছিলেন, রোহিতদের লড়াই ক্রিকেটপ্রেমীরা উপভোগ করুন গ্যালারিতে বসেই। অবশেষে তাতে মিলল সবুজ সংকেত। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্টকে ই-মেলে তৃতীয় ম্যাচে দর্শক থাকার অনুমতি দিয়েছে। মোট ২৪ হাজার দর্শক গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। যদিও অনলাইনে টিকিট বিক্রি হবে নাকি কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে, সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইতিমধ্যেই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ফুলটাইম নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর সফরের শুরুটা দুর্দান্ত ভাবে হয়েছে রোহিত শর্মার। এবার টি-টোয়েন্টির ২২ গজেও একই লক্ষ্য নিয়ে নামবেন কোহলিরা। প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দর্শকশূন্য ভাবে হলেও ২০ ফেব্রুয়ারি ক্রিকেটপ্রেমীরা ফের ইডেনমুখী হতে পারবেন।

[আরও পড়ুন: মনবীরের ডবল ডোজে কুপোকাত গোয়া, ফের লিগ তালিকার শীর্ষে সবুজ-মেরুন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply