India vs West Indies Live Score, 1st T20 2022: ইডেনে শুরুতে ফিল্ডিং করবেন রোহিতরা, রবি বিষ্ণোইয়ের অভিষেক


ইডেনে মুখোমুখি রোহিত-পোলার্ডরা

কলকাতা: আজ, বুধবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ(India vs West Indies) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতলেন ভারত অধিনায়ক। টসে জিতে শুরুতে পোলার্ডদের ব্যাটিং করতে পাঠালেন হিটম্যান। নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, পুরানদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া (T20)। এ বার টি-২০ সিরিজের পালা। ইডেনে আজ থেকে শুরু হতে চলেছে রোহিত-পোলার্ডদের মহাযুদ্ধ। তবে একদিনের ক্রিকেটের সিরিজে হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন পুরানরা। অন্যদিকে বিরাটরাও মরিয়া চেষ্টা করবেন ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজের মতো, টি-২০ সিরিজও জিতে নিতে। টি-২০ সিরিজের প্রথম দুটো ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি না মিললেও, তৃতীয় ম্যাচে গ্যালারিতে কোহলি-রোহিতদের জন্য গলা ফাটাতে উপস্থিত থাকবেন দর্শকরা।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১০টি ম্যাচে জিতেছে ভারত ও ৬টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

LIVE Cricket Score & Updates

  • 16 Feb 2022 18:33 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত। টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 16 Feb 2022 18:25 PM (IST)

    আজ রবি বিষ্ণোইয়ের অভিষেক

    কায়রন পোলার্ডদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে জাতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে রবি বিষ্ণোইয়ের।

  • 16 Feb 2022 18:20 PM (IST)

    ইডেনে হাজির বিরাট-রোহিতরা

    প্রথম টি-২০ ম্যাচের জন্য ইডেনে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা।

  • 16 Feb 2022 18:16 PM (IST)

    এই ট্রফির জন্যই হবে রোহিত-পোলার্ডদের লড়াই

    তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে এই ট্রফি পাবে বিজয়ী দল।

  • 16 Feb 2022 18:01 PM (IST)

    অপেক্ষার আর মাত্র এক ঘণ্টা

    আর এক ঘণ্টা পর ইডেনে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ।



Leave a Reply