IPL 2022: কীভাবে মাহির নজরে এসেছিলেন দীপক? জানালেন নিজেই


মহেন্দ্র সিং ধোনি ও দীপক চাহার (ছবি-টুইটার)

নয়াদিল্লি: আইপিএলের (IPL) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের মেগা নিলামে ১৪ কোটি টাকা খরচ করে দীপক চাহারকে (Deepak Chahar) দলে ফিরিয়ে এনেছে সিএসকে। তাঁকে রিটেইন না করলেও, তিনি জানতেন সিএসকে নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাবেই। আত্মবিশ্বাসী চাহার নিজেই জানিয়েছেন এমনটা। তবে চেন্নাই যে দীপককে নিতে পারে, শুরুতে বোঝাই যায়নি। নিলামে ১০ কোটি টাকা দর ওঠার পরই চেন্নাই ঢোকে। সেখান থেকে দীপককে ১৪ কোটিতে কিনে নেয় সিএসকে। কীভাবে চেন্নাই শিবিরে এত স্পেশাল হয়ে উঠলেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপক নিজেই জানালেন, কীভাবে তিনি সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নজরে পড়েছিলেন।

২০১৬ সাল থেকে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দীপক। সেই সময়কার কথা মনে করে তিনি বলেন, “২০১৬ সালে সিএসকের হয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। ওই সময় আমি ঘরোয়া ক্রিকেটে খুব একটা সুবিধে করতে পারছিলাম না। সৌভাগ্যবশত, হৃষিকেশ কানিতকার যখন পুনে সুপার জায়ান্টাসের সহকারী কোচ হন, তিনি আমাকে ট্রায়ালের জন্য ডাকেন। আমি একটি বাছাই ম্যাচ খেলেছিলাম যেখানে স্টিফেন ফ্লেমিং আমাকে দেখেছিলেন। আমি নতুন বলে ভালো বোলিং করেছি এবং সাত নম্বরে ব্যাট করে কিছু চার ও বড় ছক্কায় পঞ্চাশ রান করেছিলাম। দ্বিতীয় দিনে, আমি চার নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম এবং আবার ৫০ রান করেছিলাম। তাই ফ্লেমিং যখন আমাকে পুনেতে নিয়েছিলেন, তখন আমাকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছিল, যে নতুন বলে বড় হিট করতে পারে এবং বোলিংও করতে পারে।”

চাহার আরও বলেন, “নির্বাচনের পর ক্যাম্পে ধোনি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমরা অনুশীলন ম্যাচ খেলছিলাম। আমি তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলাম। আমি ১০ বলে ৫টি ছক্কা মেরেছিলাম। এরপর রান নিতে গিয়ে চোট পেয়ে আউট হয়ে যাই। তখন আমার প্রথম দেখা হয় ধোনি ভাইয়েক সঙ্গে। তখনই ধোনি ভাই দেখেন আমি কীভাবে ছয় মেরে নতুন বল সুইং করতে পারি। ওই মরসুমে আমি চোটের কারণে খুব বেশি ম্যাচে খেলিনি, কিন্তু পরের মরসুমে ধোনি ভাই আমাকে বলেছিল ‘তৈরি থাকো। প্রস্তুতি চালিয়ে যাও। আমরা তোমাকে পরের মরসুমের জন্য চেন্নাই দলে নিতে যাচ্ছি। তুমি সব ম্যাচে খেলবে।’

একই সঙ্গে ধোনি দীপককে জানিয়ে দেন, তাঁর ওপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চলেছে। তাই তাঁর যা করার সেটাই যেন করেন। এর পরের বিষয়টা সকলেরই জানা। ধীরে ধীরে নিজের ক্ষমতার জন্য চেন্নাইয়ের রত্ন হয়ে উঠেছেন দীপক চাহার। চেন্নাইয়ের হয়ে চার মরসুম খেলেছেন দীপক। ৬৩ টি ম্যাচে ৫৯ টি উইকেট নিয়েছেন তিনি।

আরও পড়ুন: IPL 2022: প্রত্যাশা মতো শ্রেয়সকেই নেতা বাছল কেকেআর

Leave a Reply