IPL 2022: কেকেআরের ঘোষণা, নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ার


কলকাতা: নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রত্যাশামতো কেকেআরের (KKR) নতুন অধিনায়ক হলেন শ্রেয়স। এ বারের মেগা নিলামে ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনেছিল কিং খানের দল। আইপিএলের মহা নিলামে (IPL 2022 Auction) সব টিমের টার্গেট ছিলেন যিনি, সেই শ্রেয়সকে প্রথম দিনই তুলে নেয় কেকেআর। গত কয়েক মরসুম ধরেই আইপিএলে দারুণ সফল শ্রেয়স। নেতা হিসেবেও দিল্লি ক্যাপিটালসকে সাফল্য দিয়েছিলেন। কিন্তু গত বার চোটের কারণে দিল্লি তাঁকে নেতার ভূমিকা থেকে সরিয়ে দিয়েছিল। তাঁর বদলে দায়িত্ব পেয়েছিলেন পন্থ। এ বার নতুন দলে নতুন যাত্রা শুরু করার পালা। তার শুভারম্ভ হয়ে গেল অধিনায়ক হিসেবে শ্রেয়সের নাম ঘোষণার পরই।

দীনেশ কার্তিক দুটো মরসুম সে ভাবে কেকেআরকে সাফল্য দিতে পারেননি। ২০২০ সালের আইপিএলে মাঝপথে কার্তিককে সরিয়েই নেতা করা হয়েছিল ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইওন মর্গ্যানকে। তিনি টিমকে সামনে থেকে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে একেবারেই ফর্মে ছিলেন না। সেই কারণেই গত আইপিএলে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। আর তাই শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল, এমন কাউকে টিমে নেওয়া, যিনি ব্যাট হাতে তো বটেই নেতা হিসেবেও টিমকে মোটিভেট করতে পারবেন। বলাই বাহুল্য শ্রেয়স এই দুই ভূমিকাতেই দারুণ সফল হবেন। তাই তাঁর ওপর আস্থা রাখল নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের কর্তারা।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে



Leave a Reply