India Cricket: দলে সুযোগ পেতে কী করতে হবে শ্রেয়সকে?


শ্রেয়স আইয়ার (Pic Courtesy – Shreyas Iyer Twitter)

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচে বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম দলে দেখা গেল না শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। দ্বিতীয় ম্যাচে কি দেখা যাবে মুম্বইয়ের তরুণ ব্যাটরকে? প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রথম টি-২০ ম্যাচে শেষে দেওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ইন্টারভিউয়ে। রোহিত বলেছিলেন, “শ্রেয়সের মত একজন ক্রিকেটার মাঠের বাইরে বসে থাকতে মেনে নেওয়া সত্যিই কঠিন। কিন্তু সিদ্ধান্তটা দলের জন্যই নেওয়া। মাঝের ওই সময়টায় আমাদের এমন একজনকে চাই যে বোলিংটাও করতে পারে। দলে এমন প্রতিয়োগিতা থাকাটাই কাম্য।” সূত্রের খবর শ্রেয়স আইয়রকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম এগারোয় জায়গা পেতে বোলিং করতে হবে তাঁকে। শুধু ব্যাটিং করে তাঁর জায়গা পাওয়াটা কঠিন।

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের প্রথম দলের দিকে লক্ষ্য রাখলে একটা বিষয় পরিষ্কার। আপাতত পাঁচ বোলারের পরিকল্পনা থেকে দল সরে আসছে না। টিম কম্বিনেশনে পাঁচ বোলার, পাঁচ ব্যাটার ও এক উইকেটকিপার। এই পাঁচ ব্যাটারের মধ্যেও একজন বা দু’জন অলরাউন্ডার পেলে রোহিত-রাহুলরা তাঁকেই প্রাধান্য দেবেন। যেমন প্রাধান্য পাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। তাই ইডেনের নেটে বোলিং করতে দেখা যাচ্ছে শ্রেয়স আইয়ারকে। শখের বোলিং এ বার আরও ধারালো করতে হবে শ্রেয়সকে। তাহলেই মিলতে পারে প্রথম এগারোতে থেকে দলে খেলার টিকিট।

এখন পর্যন্ত আইপিএল (IPL) এবং আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে তিনবার এবং একদিনের ক্রিকেটে চারবার বোলিং করেছেন শ্রেয়স। পেয়েছেন একটি মাত্র উইকেট। তবে মুম্বইয়ের হয়ে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে একটা সময় টানা বোলিং করতেন শ্রেয়স। এ বার সেটাই আন্তর্জাতিক স্তরে পৌঁছে নিয়ে যেতে হবে ডান হাতি ব্যাটারকে। প্রশ্ন একটাই, অল্প সময়ে সখের বোলিংকে কি আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারবেন শ্রেয়স? উত্তরটা নির্ভার করছে ক্রিকেটারের ইচ্ছেশক্তির ওপর। না পারলে যে টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যেতে পারে শ্রেয়স আইয়ারের জন্য।

আরও পড়ুন: Ranji Trophy: সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে রাহানের সেঞ্চুরি

আরও পড়ুন: IPL 2022: প্রত্যাশা মতো শ্রেয়সকেই নেতা বাছল কেকেআর



Leave a Reply