India vs West Indies: ইডেনের বাইশ গজে ঝলমলে রবি-ভেঙ্কটেশরা


India vs West Indies: ইডেনের বাইশ গজে ঝলমলে রবি-ভেঙ্কটেশরা

কলকাতা: ইডেন নতুন তারকার জন্ম দেয়। সেই মিথ এখনও চলছে। বুধের ইডেনে ভারতীয় ক্রিকেট দলের জয়ের নেপথ্যে এক নতুন মুখ। রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। অভিষেক ম্যাচেই বিষ্ণোইয়ের বোলিং ফিগার ২-০-১৭-২। তাও একটা চার হজম করেছেন ওভার বাউন্ডারির জন্য। ক্যারিবিয়ানরা চাহালকে খেলার প্রস্তুতি সেরে এসেছিল। কিন্তু সেখানে আউট অব সিলেবাস হয়ে উইন্ডিজদের নাকানিচুবানি খাওয়ালেন রবি বিষ্ণোই।

ভারতের আজ ম্যাচ জয়ের নায়ক কে? উত্তর – টিম পারফরম্যান্স। বোলিংয়ে বিষ্ণোইয়ের বিষে দংশন পোলার্ডরা। কেউ কেউ তো বলে উঠলেন, ‘এ যেন ভারতের রশিদ খান।’

বোলিংয়ে বিষ্ণোইয়ের পর ব্যাটিংয়ে ভারতকে ম্যাচ জেতালেন সূর্যকুমার যাদব আর ভেঙ্কটেশ আইয়ার জুটি। কেকেআরের প্রাক্তন-বর্তমান জুটি আলো করে রাখলেন বুধের ইডেনকে। রোহিত, ঈশান, বিরাট, ঋষভরা সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করলেন সূর্যকুমার আর ভেঙ্কটেশ। প্রথম জনের ইডেনে খেলার অভিজ্ঞতা আছে। আর দ্বিতীয় জন ইডেনে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেললেন। ভেঙ্কটেশের বহুদিনের স্বপ্ন, ভরা ইডেনে নিজের ব্যাটিং ঝড় দেখাতে। তবে আড়াই হাজারের ইডেন আজ সাক্ষী থাকল তাঁর টি-টোয়েন্টি ইনিংসের।

থিকথিকে ভিড়, রংচঙে মুখ, রেড রোড থেকে সারিবদ্ধভাবে বিভিন্ন বয়সীর মানুষ- সেই চেনা ইডেনের ছবি উধাও। নিউ নর্ম্যালে গত নভেম্বরে কলকাতায় ভরা ইডেনের গ্যালারি দেখা গেলেও, ফেব্রুয়ারিতে একেবারে অচেনা ক্রিকেটের নন্দনকানন। বোর্ডের অনুমতি মেলায় সাধারণের জন্য টিকিট বিক্রি হয়নি। আশার আলো, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দর্শক প্রবেশের অনুমতি দিতে চলেছে বোর্ড। সেক্ষেত্রে অনেকটাই প্রাণ ফিরে পাবে ক্রিকেটের নন্দনকানন।

ক্লাব হাউসের আপার টিয়ারে সিএবি অফিসিয়াল, সদস্যরা বসে ম্যাচ দেখলেন। রোহিত-পোলার্ডদের দ্বৈরথে তাঁদেরই কয়েকজন যা গলা ফাটালেন। ইডেনে ম্যাচ হলে, মেক্সিকান ওয়েভ খুব পরিচিত ছবি। মরা টেস্ট ম্যাচেও দর্শকদের মেক্সিকান ওয়েভ ক্রিকেটারদের চার্জড আপ করে দেয়। আর এ তো টি-টোয়েন্টি ম্যাচ। বোর্ডের ফতোয়ায় সেখানে ফাঁকা গ্যালারি। তাই মেক্সিকান ওয়েভের আর দেখা মিলল না।

ইডেনের ২২ গজ অনেক নায়কের জন্ম দিয়েছে। কেউ কেউ হয়ে উঠেছেন ইডেনের বরপুত্র। যাঁদের কাছে সত্যিই স্বর্গোদ্যান হয়ে রয়েছে ক্রিকেটের নন্দনকানন। রবি বিষ্ণোই, ভেঙ্কটেশরা তা হয়ে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

আরও পড়ুন: India vs West Indies: রোহিত-সূর্যের ব্যাটে ইডেনে জয় টিম ইন্ডিয়ার



Leave a Reply