India vs West Indies: ‘শেষ পর্যন্ত টিকে থাকাই ছিল চ্যালেঞ্জ’, বললেন সূর্যকুমার


কলকাতা: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের পারফরম্যান্স উপহার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। বুধবার শ্রেয়স আইয়ারের বদলে সূর্যর উপরেই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। রোহিতের দলকে নিরাশ করেননি সূর্যকুমার যাদব। ১৮ বলে ২৪ রানের মূল্যবান ইনিংস। মিডল অর্ডারে দলকে একার কাঁধে টানলেন। ওই ইনিংসের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমারের পাশাপাশি ম্যাচ জয়ের ইনিংস উপহার ভেঙ্কটেশ আইয়ারেরও। ম্যাচ জয়ের পর ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব বলেন, ‘শেষ পর্যন্ত টিকে থাকাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে দলকে ম্যাচ জেতানো। দুটোর লক্ষ্যেই আমি সফল হয়েছি।’ গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৩২ বলে ৩৯ রান করেন সূর্যকুমার।

ম্যাচ শেষে ভারতের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘এ রকম পরিস্থিতিতে এর আগেও অনেকবার সম্মুখীন হয়েছি। তবে যখনই ২০-২৫ রান আগে আউট হয়েছি, তখনই হোটেলে ফিরে খালি ভেবেছি। খারাপ লেগেছে। তবে আজকের রাতটা একেবারে আলাদা।’

ম্যাচের পর ভেঙ্কটেশ আইয়ারের প্রশংসাও করেন সূর্যকুমার। তিনি বলেন, ‘যে ভাবে ও ব্যাটিং করল তা প্রশংসনীয়। ওর মধ্যে অনেক ইতিবাচক দিক রয়েছে। বাউন্ডারি দিয়ে ওর ইনিংসের সূচনা করেছে। আমার মনে হয়, ম্যাচ শেষ করার জন্য একেবারে আদর্শ প্ল্যাটফর্ম ছিল আমাদের জন্য।’

দলনায়ক রোহিতের প্রশংসা করে সূর্য এও বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে ওর খেলা। অসাধারণ একজন ব্যাটার।’

আরও পড়ুন: India vs West Indies: ‘রবির বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে’, বললেন রোহিত



Leave a Reply