রাজবর্ধন হাঙ্গারগেকর (ছবি-টুইটার)
মুম্বই: ১৪০ কিমি গতিতে বল করতে পারেন। তাই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো টিম দেড় কোটি খরচ করে আইপিএলের (IPL) মেগা নিলাম থেকে কিনেছে। সেই তিনিই কিনা বয়স ভাঁড়ানোর অভিযোগে অভিযুক্ত। বিসিসিআইয়ের (BCCI) কাছে জমা পড়েছে সেই অভিযোগ। যদি তা সত্যি প্রমাণিত হয়, তা হলে শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে। ঘটনা হল, ওই তরুণ ক্রিকেটার আবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী (U19 World Cup) ভারতীয় টিমের গুরুত্বপূর্ণ সদস্য। বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠায় মুম্বইয়ের ওই পেস বোলারকে নিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কে এই অভিযুক্ত ক্রিকেটার? রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvardhan Hangargekar)। তীব্র গতিতে বল করতে পারার জন্য ওই তরুণ পেসারের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী ক্রিকেটমহল। সেই কারণেই নিলামে রাজবর্ধনকে হাতছাড়া করতে চায়নি মহেন্দ্র সিং ধোনির টিম। ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজবর্ধনকে কিনে নিয়েছে নিলাম থেকে। এখন প্রশ্ন হল, বোর্ডের তদন্তে যদি দোষী সাবস্ত হন, খেলতে পারবেন আইপিএল? বয়স ভাঁড়ানোর অভিযোগ যদি সত্যি হয়, তা হলে কিন্তু সবচেয়ে বেশি ২ বছর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হতে পারেন তিনি। আইসিসির নির্বাসনের কোপেও পড়তে পারেন তিনি।
বোর্ডের এক কর্তা বলছেন, ‘মহারাষ্ট্রের ক্রীড়া ও যুব দপ্তরের কমিশনারের চিঠি আমরা পেয়েছি। এটা নিশ্চিত ভাবেই অত্যন্ত গুরুতর অভিযোগ। এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তবে এই মুহূর্তে রাজবর্ধন খেলতে পারবে। বয়স সংক্রান্ত বিষয়ে বোর্ড পথে হাঁটে, তাতে পূর্ণ আস্থা রয়েছে।’
কী ঘটেছে? একটি মারাঠি কাগজের খবর অনুযায়ী, রাজবর্ধনের বয়স ১৯ নয় ২১। তাঁর জন্মের তারিখ, ৭ জানুয়ারি, ২০০১। কিন্তু তের্না স্কুলের হেডমাস্টার রাজবর্ধনের ভর্তির সময় বয়স পাল্টে দেন। সেই মতো স্কুলের রেকর্ডে দেখা যাচ্ছে, ১০ নভেম্বর, ২০০২ সালে জন্ম তাঁর। এই নিয়েই যত বিতর্ক। মহারাষ্ট্রের ক্রীড়া ও যুব দপ্তরের চেয়ারম্যান ওমপ্রকাশ বাকোরিয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করেছেন, ‘রাজবর্ধনের বয়স খতিয়ে দেখা হয়েছে। সেই দু’রকম বয়স দেখা যাচ্ছে। কিছু ক্রিকেটার যে বয়স ভাঁড়িয়ে খেলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর মধ্যে দিয়ে খেলাটাকে যেমন অসম্মান জানাচ্ছে তারা, তেমনই অনেককে বঞ্চিতও করছে। এটা মেনে নেওয়া যায় না।’
Some Cricketers are playing Cricket with fabricated Date of Birth Certificate. Cricketers who Indulge in a fraud in DOB not only violate core values of Crocket but also put genuine Cricketers in a disadvantages position. It’s against the integrity of sports.@bcci @SGanguly99
— Om Prakash Bakoria (@ombakoria) February 14, 2022
বয়স ভাঁড়ানো রুখতে বোর্ড অত্যন্ত কড়া মনোভাব দেখায়। কোনও জটিলতা যাতে না থাকে, তার জন্য টিথ্রি বা ট্যানার হোয়াইটহাউস-৩ পরীক্ষা হয়। এর মধ্যে দিয়ে ক্রিকেটারদের বাঁ হাতের কবজি এক্স রে করে বয়স পরীক্ষা করা হয়। যদি তাই হয়, তা হলে রাজবর্ধন কী করে টিথ্রি পরীক্ষা পাস করলেন?
আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd T20 2022: শুরুতে ব্যাটিং করতে নামলেন রোহিতরা