Ranji Trophy: টিম থেকে বাদ পড়তেই জ্বলে উঠলেন পূজারা (ছবি-টুইটার)
আমেদাবাদ: ভারতীয় টিম (Team India) থেকে বাদ পড়ার চব্বিশ ঘণ্টার মধ্যে রানে ফেরার ইঙ্গিত দিলেন চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে ৯১ রানে ইনিংস খেললেন। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের হোম সিরিজে দল থেকে বাদ পড়েছেন পূজারা ও অজিঙ্ক রাহানে। নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলেছেন, ভারতীয় টিমের দরজা এখনও বন্ধ হয়নি দুই সিনিয়র ক্রিকেটারের জন্য। রাহানে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। পূজারা সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামলেন। তাঁর ৯১ রানের ইনিংসের পর বলতেই হবে যে, ভারতীয় টিমে ফেরার লড়াই শুরু করে দিলেন সৌরাষ্ট্রের ক্রিকেটার। প্রথম ইনিংসে ০ করে ফিরেছিলেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ফলোঅন করতে নামা সৌরাষ্ট্রকে দ্বিতীয় ইনিংসে ভরসা দিলেন পূজারা। মাত্র ৮৩ বল খেলে ৯১ করেন তিনি।
টিমের দুই সিনিয়র ব্যাটারকে বাদ দেওয়া নিয়ে চেতনের প্রতিক্রিয়া ছিল, ‘আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত আসতে পেরেছি। ওদের সঙ্গে আমরা আলাদা করে কথাও বলেছি। জানিয়েছি যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দু’টেস্টের সিরিজে তোমাদের রাখা হচ্ছে না। একই সঙ্গে ওদের বলা হয়েছে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে। ক্রিকেটে পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতীয় টিমের দরজা কিন্তু ওদের জন্য খোলা। এই সিদ্ধান্ত শুধু মাত্র দুটো টেস্টের জন্য।’
গত এক বছরে টেস্ট ক্রিকেটে একেবারেই ফর্মে ছিলেন না পূজারা। ১৪ টেস্ট খেলে ৬০২ রান করেছেন তিনি। গড় ২৪.০৮। বিদেশের মাটিতে পূজারার ধারাবাহিক পারফরম্যান্স টিমকে সাফল্য দিয়েছে। কিন্তু গত এক বছরে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতার পর তীব্র সমালোচনা শুরু হয়েছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন, পূজারাকে টিম থেকে বাদ দিয়ে সামনের দিকে তাকানো উচিত। সমালোচনার মুখে পড়ে সেই সিদ্ধান্তই নিয়েছেন নির্বাচকরা। রঞ্জি ট্রফিতে নিজেকে প্রমাণ করে তবেই ভারতীয় টিমে ফিরতে পারবেন তিনি। সেই কাজটাই শুরু করে দিলেন।
আরও পড়ুন: MS Dhoni: ইয়েলো ব্রিগেডে ধোনির ১৪ বছর পূর্তি
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি অভিষেকেই অবিস্মরণীয় রেকর্ড, ইতিহাসের পাতায় ধুল
আরও পড়ুন: Ranji Trophy: শাহবাজের নেতাসুলভ মনোভাব, অভিষেকের সাহসিকতায় মুগ্ধ অরুণ লাল